Ajker Patrika

গোল্ডম্যান স্যাকসে চাকরি পেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২৩: ৫৪
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত

নিউইয়র্কভিত্তিক বিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে সিনিয়র অ্যাডভাইজার (জ্যেষ্ঠ পরামর্শক) হিসেবে যোগ দিয়েছেন সুনাক।

গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন এক বিবৃতিতে জানিয়েছেন, সুনাক বৈশ্বিক মন্দা ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লায়েন্টদের পরামর্শ দেবেন।

২০২২ সালের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুনাক এবং ২০২৪ সালের জুলাই পর্যন্ত সেই পদে ছিলেন। এর আগে ব্রিটিশ অর্থমন্ত্রী (চ্যান্সেলর অব দ্য এক্সচেকার) হিসেবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ট্রেজারি বিভাগের চিফ সেক্রেটারি এবং আবাসন, স্থানীয় সরকার ও সম্প্রদায়বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে রাজনীতিতে পা রাখেন ঋষি সুনাক। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়ের পরও তিনি ইংল্যান্ডের উত্তরাঞ্চলের রিচমন্ড ও নর্থ এলারটন আসনের এমপি হিসেবে রয়ে গেছেন। নির্বাচনী প্রচারে তিনি ঘোষণা দিয়েছিলেন—ফলাফল যেমনই হোক, আগামী মেয়াদজুড়ে তিনি এমপি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগেও ঋষি সুনাক গোল্ডম্যান স্যাকসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০০ সালে তিনি গ্রীষ্মকালীন ইন্টার্ন হিসেবে সেখানে কাজ শুরু করেন এবং এরপর ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠানটিতে ছিলেন। পরে তিনি নিজেই একটি আন্তর্জাতিক বিনিয়োগ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ছিলেন।

গোল্ডম্যান স্যাকসে নতুন ভূমিকায় সুনাক অর্থনৈতিক নীতি, বৈশ্বিক বাজার ও কৌশলগত পরামর্শের মতো নানা বিষয়ের ওপর কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত