রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান বাণিজ্য কর্মকর্তা। রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অবরোধের কারণে খোদ ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘গুরুতরভাবে প্রভাবিত’ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান কমিশনার ফর ট্রেড ভালদিস ডোমব্রোভস্কিস এই নিষেধাজ্ঞার কারণে ইউরোপেও উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি ও খাদ্যের বাড়তি দাম, বাজারের অস্থিরতা এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকের পর ডোমব্রোভস্কিস এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
ডোমব্রোভস্কিস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে ইউরোপের দেশগুলোর ওপর আর্থিক ক্ষতির পরিমাণ কতটা হতে পারে তা নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য না করে বলেছেন, ‘এই পর্যায়ে সঠিক অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা প্রায় অসম্ভব।’
তবে ক্ষতির আর্থিক পরিমাণ নির্দিষ্ট করে বলতে না পারলেও ডোমব্রোভস্কিস জোর দিয়ে বলেছেন, ইইউ অর্থনীতির মৌলিক বিষয়গুলো দৃঢ় এবং এই সংকট প্রতিহত করার ক্ষমতা ইইউর রয়েছে।
মহামারি চলাকালে সদস্য দেশগুলো যে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তা কাটিয়ে উঠতেই বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছেন ডোমব্রোভস্কিস এবং রুশ নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে সেগুলো নিয়ে আরও কাজ করা হবে বলে জানান তিনি।
ইইউর অর্থমন্ত্রীরা বৈঠকে সদস্য দেশগুলোকে অনুদান, ঋণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায় খাতগুলোতে সহায়তা করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান বাণিজ্য কর্মকর্তা। রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অবরোধের কারণে খোদ ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘গুরুতরভাবে প্রভাবিত’ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান কমিশনার ফর ট্রেড ভালদিস ডোমব্রোভস্কিস এই নিষেধাজ্ঞার কারণে ইউরোপেও উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি ও খাদ্যের বাড়তি দাম, বাজারের অস্থিরতা এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকের পর ডোমব্রোভস্কিস এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
ডোমব্রোভস্কিস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে ইউরোপের দেশগুলোর ওপর আর্থিক ক্ষতির পরিমাণ কতটা হতে পারে তা নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য না করে বলেছেন, ‘এই পর্যায়ে সঠিক অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা প্রায় অসম্ভব।’
তবে ক্ষতির আর্থিক পরিমাণ নির্দিষ্ট করে বলতে না পারলেও ডোমব্রোভস্কিস জোর দিয়ে বলেছেন, ইইউ অর্থনীতির মৌলিক বিষয়গুলো দৃঢ় এবং এই সংকট প্রতিহত করার ক্ষমতা ইইউর রয়েছে।
মহামারি চলাকালে সদস্য দেশগুলো যে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তা কাটিয়ে উঠতেই বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছেন ডোমব্রোভস্কিস এবং রুশ নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে সেগুলো নিয়ে আরও কাজ করা হবে বলে জানান তিনি।
ইইউর অর্থমন্ত্রীরা বৈঠকে সদস্য দেশগুলোকে অনুদান, ঋণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায় খাতগুলোতে সহায়তা করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫