রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫