Ajker Patrika

যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৩৩
যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাজ্যের শীর্ষ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন, নিক রবিনসন ও নিক বেক। মহাপরিচালক টিম ডেভিও এই তালিকায় রয়েছেন। এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকেরাও আছেন রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায়। 

বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, বিবিসি স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে। 

এরই মধ্যে রাশিয়া কয়েক শ ব্রিটিশ এমপিকে নিষিদ্ধ করেছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকা আরও দীর্ঘ হবে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় ২৯ সাংবাদিকসহ মোট ৪৯ জন রয়েছেন। তাঁরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার তালিকায় থাকা সাংবাদিকেরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবং দনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত