ক্ষমতা গ্রহণের দেড় মাসের মাথায় গভীর সংকটে পড়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রীতিমতো তাঁকে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনা সেই সংকট আরও বাড়াল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা।
এর আগে কর ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং পদত্যাগ করতে বাধ্য হন। নতুন অর্থমন্ত্রী করা হয় জেরেমি হান্ট। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে কনজারভেটিভ পার্টির এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিদেরও অসন্তোষের মুখে রয়েছেন তিনি। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার পদত্যাগ নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করল।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। এর পরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হন এমপিরা।
উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্ষমতা গ্রহণের দেড় মাসের মাথায় গভীর সংকটে পড়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। রীতিমতো তাঁকে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনা সেই সংকট আরও বাড়াল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা।
এর আগে কর ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং পদত্যাগ করতে বাধ্য হন। নতুন অর্থমন্ত্রী করা হয় জেরেমি হান্ট। গুঞ্জন উঠেছে, প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে কনজারভেটিভ পার্টির এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিদেরও অসন্তোষের মুখে রয়েছেন তিনি। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার পদত্যাগ নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করল।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। এর পরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হন এমপিরা।
উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে