অনলাইনে অভিনব প্রতারণার শিকার হয়েছেন ফ্রান্সের ৫৩ বছর বয়সী এক নারী। এক প্রতারক নিজেকে হলিউড অভিনেতা ব্র্যাড পিট পরিচয় দিয়ে ওই নারীর বিশ্বাস অর্জন করে তাঁর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।
পেশায় ডিজাইনার অ্যান (ছদ্মনাম) ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ-ওয়ানকে জানিয়েছেন, ঘটনাটি শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একজন তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেকে ব্র্যাড পিটের মা হিসেবে পরিচয় দেন। মূলত একটি বিলাসবহুল স্কি ট্রিপের পোস্ট দেখে প্রতারকের নজরে পড়েন অ্যান।
কয়েক দিন পরই অ্যানের কাছে ব্র্যাড পিটের নাম ব্যবহার করা আরেকটি প্রোফাইল থেকে বার্তা আসে। সেই প্রোফাইল থেকে বলা হয়—পিটের মা তাঁর সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। এরপর থেকেই শুরু হয় নকল ব্র্যাড পিট ও অ্যানের কথোপকথন।
প্রতারক নানা কাব্যিক বার্তা এবং আন্তরিক মন্তব্যের মাধ্যমে অ্যানের বিশ্বাস অর্জন করেন। অ্যান বলেন, ‘এমন সুন্দরভাবে কথা বলার মতো পুরুষ খুব কমই আছে। আমি সেই মানুষটিকে পছন্দ করতাম, যার সঙ্গে আমি কথা বলতাম।’
শুরুর দিকে অ্যান কিছুটা সন্দিহান হলেও প্রতারক তাঁকে এআই-জেনারেটেড ছবি ও ভিডিও পাঠিয়ে ব্র্যাড পিট হিসেবে নিজেকে প্রমাণ করেন।
এভাবে কথোপকথন বাড়তে বাড়তে অ্যানকে একদিন বিয়ের প্রস্তাব দেন প্রতারক। শুধু তাই নয়, অ্যানের জন্য তিনি একটি বিলাসবহুল উপহার পাঠাচ্ছেন বলেও জানান। তবে উপহার পাওয়ার জন্য অ্যানকে কাস্টমস ফি হিসেবে ৯ হাজার ইউরো পরিশোধ করতে হবে। এভাবে অর্থ পরিশোধের একটি ধারাবাহিক চক্রের মধ্যে পড়ে যান অ্যান।
এর মধ্যেই সেই প্রতারককে অ্যান তাঁর মিলিয়নিয়ার স্বামীর সঙ্গে আসন্ন বিবাহ-বিচ্ছেদের কথাও জানান। কিন্তু প্রতারক ক্যানসারের চিকিৎসার জন্য তাড়াতাড়ি টাকা প্রয়োজন বলে দাবি করেন।
নিজেকে আরও বিশ্বাসযোগ্য করতে, প্রতারক এআই-জেনারেটেড ছবিও পাঠান। ওই ছবিতে ব্র্যাড পিটকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।
এদিকে পত্র-পত্রিকায় অ্যান জানতে পারেন, ব্র্যাড পিট তাঁর নতুন বান্ধবী জুটিয়েছেন। সেই বান্ধবী হলেন মার্কিন সুন্দরী ইনেস ডি র্যামন। এ অবস্থায় অ্যানের সন্দেহ হয় এবং তিনি বিষয়টি পুলিশকে জানান।
জানা গেছে, নকল ব্র্যাড পিটের কাছে অ্যান এখন পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ইউরো পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি টাকারও বেশি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বর্তমানে অ্যান গুরুতর মানসিক চাপে ভুগছেন এবং একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
অনলাইনে অভিনব প্রতারণার শিকার হয়েছেন ফ্রান্সের ৫৩ বছর বয়সী এক নারী। এক প্রতারক নিজেকে হলিউড অভিনেতা ব্র্যাড পিট পরিচয় দিয়ে ওই নারীর বিশ্বাস অর্জন করে তাঁর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।
পেশায় ডিজাইনার অ্যান (ছদ্মনাম) ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ-ওয়ানকে জানিয়েছেন, ঘটনাটি শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একজন তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেকে ব্র্যাড পিটের মা হিসেবে পরিচয় দেন। মূলত একটি বিলাসবহুল স্কি ট্রিপের পোস্ট দেখে প্রতারকের নজরে পড়েন অ্যান।
কয়েক দিন পরই অ্যানের কাছে ব্র্যাড পিটের নাম ব্যবহার করা আরেকটি প্রোফাইল থেকে বার্তা আসে। সেই প্রোফাইল থেকে বলা হয়—পিটের মা তাঁর সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। এরপর থেকেই শুরু হয় নকল ব্র্যাড পিট ও অ্যানের কথোপকথন।
প্রতারক নানা কাব্যিক বার্তা এবং আন্তরিক মন্তব্যের মাধ্যমে অ্যানের বিশ্বাস অর্জন করেন। অ্যান বলেন, ‘এমন সুন্দরভাবে কথা বলার মতো পুরুষ খুব কমই আছে। আমি সেই মানুষটিকে পছন্দ করতাম, যার সঙ্গে আমি কথা বলতাম।’
শুরুর দিকে অ্যান কিছুটা সন্দিহান হলেও প্রতারক তাঁকে এআই-জেনারেটেড ছবি ও ভিডিও পাঠিয়ে ব্র্যাড পিট হিসেবে নিজেকে প্রমাণ করেন।
এভাবে কথোপকথন বাড়তে বাড়তে অ্যানকে একদিন বিয়ের প্রস্তাব দেন প্রতারক। শুধু তাই নয়, অ্যানের জন্য তিনি একটি বিলাসবহুল উপহার পাঠাচ্ছেন বলেও জানান। তবে উপহার পাওয়ার জন্য অ্যানকে কাস্টমস ফি হিসেবে ৯ হাজার ইউরো পরিশোধ করতে হবে। এভাবে অর্থ পরিশোধের একটি ধারাবাহিক চক্রের মধ্যে পড়ে যান অ্যান।
এর মধ্যেই সেই প্রতারককে অ্যান তাঁর মিলিয়নিয়ার স্বামীর সঙ্গে আসন্ন বিবাহ-বিচ্ছেদের কথাও জানান। কিন্তু প্রতারক ক্যানসারের চিকিৎসার জন্য তাড়াতাড়ি টাকা প্রয়োজন বলে দাবি করেন।
নিজেকে আরও বিশ্বাসযোগ্য করতে, প্রতারক এআই-জেনারেটেড ছবিও পাঠান। ওই ছবিতে ব্র্যাড পিটকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।
এদিকে পত্র-পত্রিকায় অ্যান জানতে পারেন, ব্র্যাড পিট তাঁর নতুন বান্ধবী জুটিয়েছেন। সেই বান্ধবী হলেন মার্কিন সুন্দরী ইনেস ডি র্যামন। এ অবস্থায় অ্যানের সন্দেহ হয় এবং তিনি বিষয়টি পুলিশকে জানান।
জানা গেছে, নকল ব্র্যাড পিটের কাছে অ্যান এখন পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ইউরো পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি টাকারও বেশি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বর্তমানে অ্যান গুরুতর মানসিক চাপে ভুগছেন এবং একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে