Ajker Patrika

হিথ্রো বিমানবন্দর যেন লাগেজের সমুদ্র, ভোগান্তিতে ৫ হাজার যাত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ১২: ২৫
হিথ্রো বিমানবন্দর যেন লাগেজের সমুদ্র, ভোগান্তিতে ৫ হাজার যাত্রী

প্রযুক্তিগত ত্রুটির কারণে লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরে অন্তত ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ হাজার যাত্রী। বিমানবন্দর পরিণত হয়েছে লাগেজের সমুদ্রে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল ২ ও ৩-এর ১০ শতাংশ ফ্লাইট কমাতে বলেছে। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পূর্বনির্ধারিত ১ লাখ ৬০ হাজার ফ্লাইটের ৭ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে ইজিজেট এয়ারলাইন। তারা জানিয়েছে, কর্মিস্বল্পতার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংকট উত্তরণে হিথ্রো বিমানবন্দরে কিছু এয়ারলাইনস তাদের ফ্লাইটের সমন্বয় করতে পারে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের যাত্রা স্থগিত হবে না বলে ধারণা করা হচ্ছে। 

এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে হিথ্রো কর্তৃপক্ষ। তারা বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ 

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, হিথ্রো কর্তৃপক্ষের অনুরোধের কারণে তারা কিছুসংখ্যক ফ্লাইট বাতিল করেছে।

এদিকে ইজিজেট বলেছে, যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ব্যবস্থা হলেই যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত