ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।
ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫