অনলাইন ডেস্ক
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে