ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৬৪টি হাসপাতালে হামলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে রুশ বাহিনী অন্তত ৬৪টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রতিদিন দুই থেকে তিনটি হাসপাতালে হামলা করেছে রুশ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. জার্নো হাবিচ্ট বলেছেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কিন্তু এটিই যুদ্ধের একটি বিরক্তিকর ও সাধারণ কৌশল। তারা জরুরি অবকাঠামোগুলো ধ্বংস করে। এর চেয়ে খারাপ কৌশল আর হয় না। কিন্তু এর চেয়েও খারাপ বিষয় হচ্ছে, তারা আশাকে ধ্বংস করে। হাসপাতালকে হামলার লক্ষ্য বানানো কখনোই উচিত নয়।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোল শহর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তারা এই শহরের একটি প্রসূতি হাসপাতালসহ বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা করেছে। মারিউপোলের একজন প্রশাসনিক কর্মকর্তা এ ধরনের হামলাকে ‘অযাচিত যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।
এক মাস ধরে চলমান যুদ্ধে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কিন্তু হাসপাতালগুলোতে হামলার কারণে আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রুশ হামলার কারণে প্রায় ১ হাজার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৬৪টি হাসপাতালে হামলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে রুশ বাহিনী অন্তত ৬৪টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রতিদিন দুই থেকে তিনটি হাসপাতালে হামলা করেছে রুশ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. জার্নো হাবিচ্ট বলেছেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কিন্তু এটিই যুদ্ধের একটি বিরক্তিকর ও সাধারণ কৌশল। তারা জরুরি অবকাঠামোগুলো ধ্বংস করে। এর চেয়ে খারাপ কৌশল আর হয় না। কিন্তু এর চেয়েও খারাপ বিষয় হচ্ছে, তারা আশাকে ধ্বংস করে। হাসপাতালকে হামলার লক্ষ্য বানানো কখনোই উচিত নয়।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোল শহর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তারা এই শহরের একটি প্রসূতি হাসপাতালসহ বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা করেছে। মারিউপোলের একজন প্রশাসনিক কর্মকর্তা এ ধরনের হামলাকে ‘অযাচিত যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।
এক মাস ধরে চলমান যুদ্ধে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কিন্তু হাসপাতালগুলোতে হামলার কারণে আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রুশ হামলার কারণে প্রায় ১ হাজার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫