ঢাকা: বেলারুশের আলোচিত সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়েছিল। সেখানে প্রোতাসেভিচ বলেন, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পতন ঘটানোর চেষ্টা করেছিলাম। প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করলেও এখন বুঝতে পারছি তিনি সঠিক কাজটিই করেছেন এবং আমি তাঁকে শ্রদ্ধা করতে শুরু করেছি।
সাক্ষাৎকারে রোমান প্রোতাসেভিচ ‘স্বেচ্ছায় টেলিভিশনে এসেছি’ উল্লেখ করলেও তাঁর পরিবারের দাবি, তাঁকে টেলিভিশনে এই সাক্ষাৎকার দিতে বাধ্য করা হয়েছে।
রোমান প্রোতাসেভিচের বাবা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি ছেলেকে খুব ভালো করে চিনি। আমি বিশ্বাস করি, সে এ ধরনের কথা বলতে পারে না। তাঁরা ওর মনোবল ভেঙে দিয়েছে এবং তাঁদের প্রয়োজনমতো জোর করে সাক্ষাৎকার আদায় করেছে। তিনি আরও বলেন, এই সাক্ষাৎকারের কথা কারও বিশ্বাস করা উচিত হবে না। কেননা তাঁরা আমার ছেলেকে অত্যাচার-নির্যাতন করেছে। কৌশলে বিমান থামিয়ে সাংবাদিক গ্রেপ্তারের এমন ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে বর্ণনা করেন তিনি।
সাক্ষাৎকারের শেষ দিকে রোমান প্রোতাসেভিচকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তিনি অশ্রুসিক্ত হয়ে বিয়ে করার এবং সন্তানের বাবা হওয়ার আগ্রহের কথা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে মাঝপথ থেকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। সেই উড়োজাহাজ থেকে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেপ্তার করে বেলারুশ সরকার। সাংবাদিক প্রোতাসেভিচ ২০১৯ সালে বেলারুশ ছাড়েন। গত আগস্টে দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ করেছিলেন। আর এতেই প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর চক্ষুশূলে পরিণত হন তিনি।
ঢাকা: বেলারুশের আলোচিত সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়েছিল। সেখানে প্রোতাসেভিচ বলেন, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পতন ঘটানোর চেষ্টা করেছিলাম। প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করলেও এখন বুঝতে পারছি তিনি সঠিক কাজটিই করেছেন এবং আমি তাঁকে শ্রদ্ধা করতে শুরু করেছি।
সাক্ষাৎকারে রোমান প্রোতাসেভিচ ‘স্বেচ্ছায় টেলিভিশনে এসেছি’ উল্লেখ করলেও তাঁর পরিবারের দাবি, তাঁকে টেলিভিশনে এই সাক্ষাৎকার দিতে বাধ্য করা হয়েছে।
রোমান প্রোতাসেভিচের বাবা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি ছেলেকে খুব ভালো করে চিনি। আমি বিশ্বাস করি, সে এ ধরনের কথা বলতে পারে না। তাঁরা ওর মনোবল ভেঙে দিয়েছে এবং তাঁদের প্রয়োজনমতো জোর করে সাক্ষাৎকার আদায় করেছে। তিনি আরও বলেন, এই সাক্ষাৎকারের কথা কারও বিশ্বাস করা উচিত হবে না। কেননা তাঁরা আমার ছেলেকে অত্যাচার-নির্যাতন করেছে। কৌশলে বিমান থামিয়ে সাংবাদিক গ্রেপ্তারের এমন ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে বর্ণনা করেন তিনি।
সাক্ষাৎকারের শেষ দিকে রোমান প্রোতাসেভিচকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তিনি অশ্রুসিক্ত হয়ে বিয়ে করার এবং সন্তানের বাবা হওয়ার আগ্রহের কথা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে মাঝপথ থেকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। সেই উড়োজাহাজ থেকে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেপ্তার করে বেলারুশ সরকার। সাংবাদিক প্রোতাসেভিচ ২০১৯ সালে বেলারুশ ছাড়েন। গত আগস্টে দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ করেছিলেন। আর এতেই প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর চক্ষুশূলে পরিণত হন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে