অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সরকার দেশটির নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো বড় ধরনের জাতীয় বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে। সরকারের নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দেওয়া শক্তির সঙ্গে আমাদের সরাসরি মোকাবিলা করতে হতে পারে।’
ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন কৌশলের অংশ হিসেবে ব্রিটিশ সরকার পরামর্শ দিয়েছে, পরিবারগুলো যেন একটি নির্দিষ্ট যন্ত্র কিনে রাখে, যার দাম মাত্র ৫ পাউন্ড। যন্ত্রটি হলো ব্যাটারিচালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও। বিদ্যুৎ বিভ্রাটের সময় এই রেডিওগুলোর জরুরি বার্তা শুনে তথ্য জানার একমাত্র উপায় হতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাওয়ার কাটের সময় আপডেট পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা হ্যান্ডআপ রেডিও গুরুত্বপূর্ণ হতে পারে। গাড়ির রেডিও ব্যবহার করাও সম্ভব। তবে চরম প্রতিকূলতার সময় ঘরের ভেতর থাকাই নিরাপদ।’
যুক্তরাজ্যের ‘প্রিপেয়ার’ ওয়েবসাইটে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত টর্চ, মোবাইল চার্জার হিসেবে ব্যবহারের জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত পানি, টিনজাত খাদ্য এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে।
সরকার বলেছে, ‘যদি কয়েক দিনের জন্য বিদ্যুৎ বা পানির সরবরাহ বন্ধ থাকে, কিংবা আপনাকে বাসায় থাকতে বা বাসা ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়, সে সময় আপনার পরিবারের কোন কোন জিনিসপত্র দরকার হতে পারে, তা আগেই ভাবা উচিত।’
বিশেষ পরিস্থিতিতে দ্রুত বাসা ছাড়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে সহজে বহনযোগ্য একটি ব্যাগ প্রস্তুত করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সরকারের এসব প্রস্তুতির লক্ষ্য—জাতীয় প্রতিকূলতার সময় মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বরং নিরাপদ ও সচেতন থাকেন।
আরও খবর পড়ুন:
যুক্তরাজ্য সরকার দেশটির নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো বড় ধরনের জাতীয় বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে। সরকারের নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দেওয়া শক্তির সঙ্গে আমাদের সরাসরি মোকাবিলা করতে হতে পারে।’
ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন কৌশলের অংশ হিসেবে ব্রিটিশ সরকার পরামর্শ দিয়েছে, পরিবারগুলো যেন একটি নির্দিষ্ট যন্ত্র কিনে রাখে, যার দাম মাত্র ৫ পাউন্ড। যন্ত্রটি হলো ব্যাটারিচালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও। বিদ্যুৎ বিভ্রাটের সময় এই রেডিওগুলোর জরুরি বার্তা শুনে তথ্য জানার একমাত্র উপায় হতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাওয়ার কাটের সময় আপডেট পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা হ্যান্ডআপ রেডিও গুরুত্বপূর্ণ হতে পারে। গাড়ির রেডিও ব্যবহার করাও সম্ভব। তবে চরম প্রতিকূলতার সময় ঘরের ভেতর থাকাই নিরাপদ।’
যুক্তরাজ্যের ‘প্রিপেয়ার’ ওয়েবসাইটে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত টর্চ, মোবাইল চার্জার হিসেবে ব্যবহারের জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত পানি, টিনজাত খাদ্য এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে।
সরকার বলেছে, ‘যদি কয়েক দিনের জন্য বিদ্যুৎ বা পানির সরবরাহ বন্ধ থাকে, কিংবা আপনাকে বাসায় থাকতে বা বাসা ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়, সে সময় আপনার পরিবারের কোন কোন জিনিসপত্র দরকার হতে পারে, তা আগেই ভাবা উচিত।’
বিশেষ পরিস্থিতিতে দ্রুত বাসা ছাড়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে সহজে বহনযোগ্য একটি ব্যাগ প্রস্তুত করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সরকারের এসব প্রস্তুতির লক্ষ্য—জাতীয় প্রতিকূলতার সময় মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বরং নিরাপদ ও সচেতন থাকেন।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে