স্পেনের ভ্যালেন্সিয়া শহরের ক্যাম্পনার এলাকার একটি ১৪ তলা বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
আজ শুক্রবার স্পেনের কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের বরাতে বিবিসি জানায়, নিহত ১০ জনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে। বাবা, মা, তিন বছর বয়সী ও সদ্য ভূমিষ্ঠ শিশু অগ্নিকাণ্ডে নিহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ড একপর্যায়ে পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপক কর্মীদের ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বারান্দা দিয়ে মানুষকে উদ্ধার করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখনো অ্যাপার্টমেন্টটির ভেতরে মানুষ আটকে থাকতে পারে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যথাসম্ভব সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস বলছে, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে। সেখানে মোট বাসিন্দার সংখ্যা প্রায় ৪৫০ জন।
এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্পেনে ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে। ভ্যালেন্সিয়ার কলেজ অব ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এসথার পুচাদেস স্প্যানিশ বার্তা সংস্থা ইফেকে বলেছেন যে, তিনি আগে ভবনটি পরিদর্শন করেছিলেন। তিনি দাবি করেন যে, এর বাইরের অংশে একটি পলিউরেথেন উপাদান রয়েছে—যার দাহ্য বৈশিষ্ট্যের কারণে আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না।
ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী এক ব্যক্তি টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেছেন যে, অগ্নিকাণ্ডের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ১০ মিনিটের মধ্যেই মূলত আগুন ছড়িয়ে পড়ে।
ডেভিড হিগুয়েরা নামের এক প্রকৌশলী এল পাইসকে বলেন, আগুনের দ্রুত বিস্তারের কারণ হতে পারে ভবনের ক্ল্যাডিং। ভবনের বাইরের স্তর হিসেবে তৈরি ফোম ইনসুলেটরসহ অ্যালুমিনিয়াম প্লেটগুলো তাপ রোধী হলেও অত্যন্ত দাহ্য।
স্পেনের ভ্যালেন্সিয়া শহরের ক্যাম্পনার এলাকার একটি ১৪ তলা বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
আজ শুক্রবার স্পেনের কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের বরাতে বিবিসি জানায়, নিহত ১০ জনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে। বাবা, মা, তিন বছর বয়সী ও সদ্য ভূমিষ্ঠ শিশু অগ্নিকাণ্ডে নিহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ড একপর্যায়ে পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপক কর্মীদের ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বারান্দা দিয়ে মানুষকে উদ্ধার করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখনো অ্যাপার্টমেন্টটির ভেতরে মানুষ আটকে থাকতে পারে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যথাসম্ভব সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস বলছে, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে। সেখানে মোট বাসিন্দার সংখ্যা প্রায় ৪৫০ জন।
এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্পেনে ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে। ভ্যালেন্সিয়ার কলেজ অব ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এসথার পুচাদেস স্প্যানিশ বার্তা সংস্থা ইফেকে বলেছেন যে, তিনি আগে ভবনটি পরিদর্শন করেছিলেন। তিনি দাবি করেন যে, এর বাইরের অংশে একটি পলিউরেথেন উপাদান রয়েছে—যার দাহ্য বৈশিষ্ট্যের কারণে আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না।
ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী এক ব্যক্তি টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেছেন যে, অগ্নিকাণ্ডের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ১০ মিনিটের মধ্যেই মূলত আগুন ছড়িয়ে পড়ে।
ডেভিড হিগুয়েরা নামের এক প্রকৌশলী এল পাইসকে বলেন, আগুনের দ্রুত বিস্তারের কারণ হতে পারে ভবনের ক্ল্যাডিং। ভবনের বাইরের স্তর হিসেবে তৈরি ফোম ইনসুলেটরসহ অ্যালুমিনিয়াম প্লেটগুলো তাপ রোধী হলেও অত্যন্ত দাহ্য।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে