Ajker Patrika

রাশিয়ার আকাশে ব্রিটিশ উড়োজাহাজ নিষিদ্ধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৫
রাশিয়ার আকাশে ব্রিটিশ উড়োজাহাজ নিষিদ্ধ

রাশিয়ার বিমানবন্দরে অবতরণ ও রাশিয়ার আকাশসীমায় ব্রিটিশ উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্তের কথা জানায়। 

রাশিয়া বলছে, ব্রিটিশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অবন্ধুত্বসুলভ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে হামলার ইস্যুতে যুক্তরাজ্য তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজ ‘অ্যারোফ্লট’ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। 

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, বিমানযাত্রীদের বিষয়টি জানানো হয়েছে। টাকা ফেরতের কথাও বলা হয়েছে। আমরা বিষয়টির দিকে নজর রাখছি।’ 

ব্রিটিশ এয়ারওয়েজ সাধারণত লন্ডন ও মস্কোর মধ্যে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে। 

উল্লেখ্য, ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। 

এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত