তুরস্কে ১৪ মে এর নির্বাচনের ফলাফল অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বা নেশন অ্যালায়েন্সের প্রার্থী কেমাল কিলিচদারোগলু কেউই রাষ্ট্রপতি হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পাননি। ফলে দেশটিতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটাভুটি হবে। এ নির্বাচনে জনগণ সরাসরি তাঁদের রাষ্ট্রপতি নির্বাচন করবেন। যেখানে এরদোয়ান কামালের বিরুদ্ধে লড়বেন।
দেশটির নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। তুরস্কের সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার জানান, ১৫ মে বিকেল পর্যন্ত দেশে এবং বিদেশে প্রদত্ত সমস্ত প্রায় ভোট গণনা করা হয়েছে।
ইয়েনার মিডিয়াকে বলেন, ‘ফলাফল অনুযায়ী এরদোয়ান বা কামাল কেউই রাষ্ট্রপতি হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পাননি। ফলে আমাদের বোর্ড আইন অনুসারে ২৮ মে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ইয়েনার বলেন, এরদোগান ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট এবং কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু উভয়ের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ৫০ শতাংশের চেয়ে একটি ভোট হলেও বেশি পেতে হবে। যা তাঁরা পাননি। তৃতীয় প্রার্থী আতা জোটের সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে হোমল্যান্ড পার্টির চেয়ারম্যান মুহাররেম ইনসে ০ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। যদিও তিনি নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
ইয়েনার আরও জানান, এরদোগান এবং কিলিচদারোগলু ২৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী তুর্কি প্রেসিডেন্ট।
এদিকে ১৫ মের নির্বাচনে ভোট পড়েছে ৮৮ দশমিক ৯২ শতাংশ। ওয়াইএসকের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ মে এর নির্বাচনী প্রচারের সময় এরই মধ্য শুরু হয়ে গেছে। ইয়েনার বলেন, আজ থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ২৮ মে এর নির্বাচনে বিদেশে বসবাসকারী তুর্কিরা তুরস্কের কূটনৈতিক মিশন এবং সীমান্ত গেটে ভোট দিতে পারবে। যারা বিদেশে ভোট দিতে চান তারা ২০ থেকে ২৪ মে এর মধ্যে তাদের ভোট দিতে পারবেন। তবে দেশের ভোট কেন্দ্রগুলোতে ২৮ মে এর বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
তুরস্কে ১৪ মে এর নির্বাচনের ফলাফল অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বা নেশন অ্যালায়েন্সের প্রার্থী কেমাল কিলিচদারোগলু কেউই রাষ্ট্রপতি হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পাননি। ফলে দেশটিতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটাভুটি হবে। এ নির্বাচনে জনগণ সরাসরি তাঁদের রাষ্ট্রপতি নির্বাচন করবেন। যেখানে এরদোয়ান কামালের বিরুদ্ধে লড়বেন।
দেশটির নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। তুরস্কের সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার জানান, ১৫ মে বিকেল পর্যন্ত দেশে এবং বিদেশে প্রদত্ত সমস্ত প্রায় ভোট গণনা করা হয়েছে।
ইয়েনার মিডিয়াকে বলেন, ‘ফলাফল অনুযায়ী এরদোয়ান বা কামাল কেউই রাষ্ট্রপতি হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পাননি। ফলে আমাদের বোর্ড আইন অনুসারে ২৮ মে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ইয়েনার বলেন, এরদোগান ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট এবং কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু উভয়ের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ৫০ শতাংশের চেয়ে একটি ভোট হলেও বেশি পেতে হবে। যা তাঁরা পাননি। তৃতীয় প্রার্থী আতা জোটের সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে হোমল্যান্ড পার্টির চেয়ারম্যান মুহাররেম ইনসে ০ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। যদিও তিনি নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
ইয়েনার আরও জানান, এরদোগান এবং কিলিচদারোগলু ২৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী তুর্কি প্রেসিডেন্ট।
এদিকে ১৫ মের নির্বাচনে ভোট পড়েছে ৮৮ দশমিক ৯২ শতাংশ। ওয়াইএসকের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ মে এর নির্বাচনী প্রচারের সময় এরই মধ্য শুরু হয়ে গেছে। ইয়েনার বলেন, আজ থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ২৮ মে এর নির্বাচনে বিদেশে বসবাসকারী তুর্কিরা তুরস্কের কূটনৈতিক মিশন এবং সীমান্ত গেটে ভোট দিতে পারবে। যারা বিদেশে ভোট দিতে চান তারা ২০ থেকে ২৪ মে এর মধ্যে তাদের ভোট দিতে পারবেন। তবে দেশের ভোট কেন্দ্রগুলোতে ২৮ মে এর বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে