ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে ‘শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের প্রতি নিন্দা পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘গত ১৫১ দিন ধরে আমরা শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা দেখেছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নির্মমভাবে গণহত্যা চালানোর অভিযোগ করে এরদোয়ান বলেন, ‘এটা ঘটছে পশ্চিমা শক্তিগুলোর সীমাহীন সমর্থনে।’
তুর্কি এই নেতা বলেন, ‘নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের আইন ও জনগণের সামনে প্রত্যেক ফোঁটা রক্তের জবাবদিহি করতে হবে।’ তিনি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডেরও নিন্দা জানান। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ভূমি জবরদখলই সমাধানের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।’
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে ‘উগ্র ইসরায়েলি রাজনীতিকদের’ ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবির নিন্দা জানিয়ে তিনি সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় স্থানগুলোতে প্রবেশাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) বদনাম করার ইসরায়েলের প্রচেষ্টারও সমালোচনা করেন এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেন, ‘তেল আবিবের সংস্থাটিকে ‘মিথ্যা ও অপবাদ’ দিয়ে বদনাম করার প্রচেষ্টাকে বিশ্বাসযোগ্য করে তোলা উচিত নয়। সংস্থাটির অস্তিত্ব ক্ষুণ্ন করা উচিত নয়।’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন সন্দেহে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ ইউএনআরডব্লিউএ–এর অর্থায়ন স্থগিতের ঘোষণা দেয়।
গত ৭ অক্টোবর ইসরায়েল হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা সংস্থার বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করে দেন সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপো লাজ্জারিনি।
শান্তিপূর্ণ সমাধানের জন্য এরদোয়ান বলেন, ‘স্থায়ী শান্তির একমাত্র পথ হচ্ছে ১৯৬৭ সালের সীমানা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে তুরস্কের দৃঢ় অবস্থান প্রকাশ করেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে ‘শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের প্রতি নিন্দা পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘গত ১৫১ দিন ধরে আমরা শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা দেখেছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নির্মমভাবে গণহত্যা চালানোর অভিযোগ করে এরদোয়ান বলেন, ‘এটা ঘটছে পশ্চিমা শক্তিগুলোর সীমাহীন সমর্থনে।’
তুর্কি এই নেতা বলেন, ‘নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের আইন ও জনগণের সামনে প্রত্যেক ফোঁটা রক্তের জবাবদিহি করতে হবে।’ তিনি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডেরও নিন্দা জানান। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ভূমি জবরদখলই সমাধানের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।’
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে ‘উগ্র ইসরায়েলি রাজনীতিকদের’ ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবির নিন্দা জানিয়ে তিনি সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় স্থানগুলোতে প্রবেশাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) বদনাম করার ইসরায়েলের প্রচেষ্টারও সমালোচনা করেন এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেন, ‘তেল আবিবের সংস্থাটিকে ‘মিথ্যা ও অপবাদ’ দিয়ে বদনাম করার প্রচেষ্টাকে বিশ্বাসযোগ্য করে তোলা উচিত নয়। সংস্থাটির অস্তিত্ব ক্ষুণ্ন করা উচিত নয়।’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন সন্দেহে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ ইউএনআরডব্লিউএ–এর অর্থায়ন স্থগিতের ঘোষণা দেয়।
গত ৭ অক্টোবর ইসরায়েল হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা সংস্থার বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করে দেন সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপো লাজ্জারিনি।
শান্তিপূর্ণ সমাধানের জন্য এরদোয়ান বলেন, ‘স্থায়ী শান্তির একমাত্র পথ হচ্ছে ১৯৬৭ সালের সীমানা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে তুরস্কের দৃঢ় অবস্থান প্রকাশ করেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫