ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বিতর্কিত বিজ্ঞাপনচিত্র সরিয়ে নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘জারা’। সেখানে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে সাদৃশ্যবিশিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ছাড়া ম্যানেকিন ও সাদা কাপড়ে মোড়ানো মূর্তি ব্যবহার করা হয়। এ ছাড়া মডেল ক্রিস্টেন ম্যাকমেনামিও যেন দাঁড়িয়ে ছিলেন বিধ্বস্ত গাজার মধ্যখানে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ ছবির পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল–হামাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেন এবং মানুষের ভোগান্তিকে উপহাস করার অভিযোগে ব্র্যান্ডটি বয়কটের ডাক দেন।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ব্যবহারকারীরা গতকাল সোমবার থেকে ‘#বয়কটজারা’ হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা শুরু করেন। জারার ইনস্টাগ্রাম পোস্টেও প্রায় এক লাখের মতো কমেন্ট করেন ব্যবহারকারীরা। এসব মন্তব্যে তারা বিজ্ঞাপনগুলোকে গাজায় কাফনে মোড়ানো লাশের ছবির সঙ্গে তুলনা করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জারা ব্র্যান্ডটির মালিক ইন্ডিটেক্সের দাবি, গত জুলাইয়ে ‘আতেলিয়ের’ কালেকশনটির ধারণা প্রস্তাব করা হয়েছিল এবং সেপ্টেম্বরেই এ ছবিগুলো তোলা হয়েছিল। জারা ব্র্যান্ড থেকে এক সূত্র সংবাদমাধ্যম আইনিউজকে জানায়, ‘সম্ভবত ছবিগুলো প্রকাশ করার সময়টা খুবই খারাপ ছিল।’
গতকাল সোমবার সকাল পর্যন্ত জারার অনলাইন স্টোর হোমপেজে বিজ্ঞাপন চিত্রের ছবিগুলো দেখা গেলেও পরে তা সরিয়ে ফেলা হয়। জারা আতেলিয়ের লিংকে প্রবেশ করলেও তাতে এখন গত বছরের কালেকশনই দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন চিত্রটি বয়কটের ডাক দেওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা জারা স্টোরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ করছেন। এর স্টোরের বাইরের জানালায় স্প্রে পেইন্ট দিয়ে লেখা হচ্ছে ‘ফিলিস্তিন মুক্ত করো’। এমনকি স্টোরের ভেতরেও মানুষ বিজ্ঞাপন চিত্রটিকে কটাক্ষ করে সাদা কাপড়র পুটলি নিয়ে স্লোগান দিচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে ফিলিস্তিনি মডেল কাহের হারহাশের উদ্দেশ্যে দেওয়া জারার প্রধান ডিজাইনার ভ্যানেসা পেরিলম্যানের এক পুরোনো বার্তাও খুঁজে বের করেছেন। ২০২১ সালের ওই বার্তায় পেরিলম্যান বলেন, ‘আপনাদের জনগণ যদি শিক্ষিত হতো তবে তারা গাজায় ইসরায়েলের সহায়তায় প্রতিষ্ঠিত হাসপাতাল ও স্কুল উড়িয়ে দিত না।’
জারার প্রধান ডিজাইনার আরও বলেন, ‘আমাদের কর্মক্ষেত্রের সবাই ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কে সত্যটা জানে। আমি কখনোই ইসরায়েলের সমর্থন করা ছাড়ব না। তোমার মতো মানুষ অনেক আসে আর যায়। ইসরায়েলিরা তোমাদের মতো সন্তানকে ঘৃণা করতে শেখায় না, সেনাদের ওপর পাথর ছুড়তেও শেখায় না।’
বিজ্ঞাপন চিত্রটি সরিয়ে ফেলা হলেও এতে জনমনে ক্ষোভ কমেনি। মানুষ এখনো এ ব্র্যান্ডটিকে বয়কটের সমর্থন করছে। এক ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘এখন সাফাই দিয়ে লাভ নেই, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আমরা জানি, তোমাদের আর্ট বা ফ্যাশন পরিচালক একজন কট্টর জায়নবাদী। আমরা কেউ জারার পোশাক কেনা তো দূর এর আশপাশেও যাব না। তোমরা নিজেদের আসল চেহারা দেখিয়ে ফেলেছ। তোমরা আবারও একই কাজই করবে।’
গাজায় ইসরায়েলের হামলা তৃতীয় মাসে গড়িয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বিতর্কিত বিজ্ঞাপনচিত্র সরিয়ে নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘জারা’। সেখানে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে সাদৃশ্যবিশিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ছাড়া ম্যানেকিন ও সাদা কাপড়ে মোড়ানো মূর্তি ব্যবহার করা হয়। এ ছাড়া মডেল ক্রিস্টেন ম্যাকমেনামিও যেন দাঁড়িয়ে ছিলেন বিধ্বস্ত গাজার মধ্যখানে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ ছবির পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল–হামাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেন এবং মানুষের ভোগান্তিকে উপহাস করার অভিযোগে ব্র্যান্ডটি বয়কটের ডাক দেন।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ব্যবহারকারীরা গতকাল সোমবার থেকে ‘#বয়কটজারা’ হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা শুরু করেন। জারার ইনস্টাগ্রাম পোস্টেও প্রায় এক লাখের মতো কমেন্ট করেন ব্যবহারকারীরা। এসব মন্তব্যে তারা বিজ্ঞাপনগুলোকে গাজায় কাফনে মোড়ানো লাশের ছবির সঙ্গে তুলনা করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জারা ব্র্যান্ডটির মালিক ইন্ডিটেক্সের দাবি, গত জুলাইয়ে ‘আতেলিয়ের’ কালেকশনটির ধারণা প্রস্তাব করা হয়েছিল এবং সেপ্টেম্বরেই এ ছবিগুলো তোলা হয়েছিল। জারা ব্র্যান্ড থেকে এক সূত্র সংবাদমাধ্যম আইনিউজকে জানায়, ‘সম্ভবত ছবিগুলো প্রকাশ করার সময়টা খুবই খারাপ ছিল।’
গতকাল সোমবার সকাল পর্যন্ত জারার অনলাইন স্টোর হোমপেজে বিজ্ঞাপন চিত্রের ছবিগুলো দেখা গেলেও পরে তা সরিয়ে ফেলা হয়। জারা আতেলিয়ের লিংকে প্রবেশ করলেও তাতে এখন গত বছরের কালেকশনই দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন চিত্রটি বয়কটের ডাক দেওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা জারা স্টোরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ করছেন। এর স্টোরের বাইরের জানালায় স্প্রে পেইন্ট দিয়ে লেখা হচ্ছে ‘ফিলিস্তিন মুক্ত করো’। এমনকি স্টোরের ভেতরেও মানুষ বিজ্ঞাপন চিত্রটিকে কটাক্ষ করে সাদা কাপড়র পুটলি নিয়ে স্লোগান দিচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে ফিলিস্তিনি মডেল কাহের হারহাশের উদ্দেশ্যে দেওয়া জারার প্রধান ডিজাইনার ভ্যানেসা পেরিলম্যানের এক পুরোনো বার্তাও খুঁজে বের করেছেন। ২০২১ সালের ওই বার্তায় পেরিলম্যান বলেন, ‘আপনাদের জনগণ যদি শিক্ষিত হতো তবে তারা গাজায় ইসরায়েলের সহায়তায় প্রতিষ্ঠিত হাসপাতাল ও স্কুল উড়িয়ে দিত না।’
জারার প্রধান ডিজাইনার আরও বলেন, ‘আমাদের কর্মক্ষেত্রের সবাই ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কে সত্যটা জানে। আমি কখনোই ইসরায়েলের সমর্থন করা ছাড়ব না। তোমার মতো মানুষ অনেক আসে আর যায়। ইসরায়েলিরা তোমাদের মতো সন্তানকে ঘৃণা করতে শেখায় না, সেনাদের ওপর পাথর ছুড়তেও শেখায় না।’
বিজ্ঞাপন চিত্রটি সরিয়ে ফেলা হলেও এতে জনমনে ক্ষোভ কমেনি। মানুষ এখনো এ ব্র্যান্ডটিকে বয়কটের সমর্থন করছে। এক ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘এখন সাফাই দিয়ে লাভ নেই, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আমরা জানি, তোমাদের আর্ট বা ফ্যাশন পরিচালক একজন কট্টর জায়নবাদী। আমরা কেউ জারার পোশাক কেনা তো দূর এর আশপাশেও যাব না। তোমরা নিজেদের আসল চেহারা দেখিয়ে ফেলেছ। তোমরা আবারও একই কাজই করবে।’
গাজায় ইসরায়েলের হামলা তৃতীয় মাসে গড়িয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে