ইউক্রেনের সৈন্যরা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে রাশিয়ার দখল থেকে আরও কিছু এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে। এই অবস্থায় সেখানে নিজেদের এগিয়ে নিতে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। তবে তারপরও রাশিয়ার সরবরাহ পথে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু গ্রাম ইউক্রেনের নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের সেনারা খারকিভের ৩০ টির বেশি বসতি পুনরুদ্ধার করেছে এবং পূর্ব দনবাসসহ দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। দু-এক দিন আগেও খারকিভে নিজেদের অগ্রগতির কথা দাবি করেছিল ইউক্রেন। সেসময় রাশিয়া কিংবা খারকিভে নিয়োজিত রুশপন্থী কোনো কর্মকর্তা এসব দাবির সত্যতা নিশ্চিত করেননি।
তবে গত শুক্রবার খারকিভ অঞ্চলে নিয়োজিত রুশপন্থী শীর্ষ কর্মকর্তা ভিতালি গানশেভ বলেছেন, ‘শত্রুদের অগ্রগতি কিছুটা বিলম্বিত করা গেলেও তাদের পুরোপুরিভাবে ঠেকানো যাচ্ছে না। তাঁরা এরই মধ্যে বেশ কিছু গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।’ খারকিভে যুদ্ধের এমন পরিস্থিতিতে খারকিভে সেনা মোতায়েন বাড়ানোর কথা জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়া কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে—রুশ সাঁজোয়া যানের একটি বহর খারকিভের দিকে অগ্রসর হচ্ছে।
দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেগুলো পুনরুদ্ধার এবং দখলকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অতিরিক্ত সৈন্য পাঠানোর বিষয়টি রাশিয়ার ওপর চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অন্যদিকে, ইউক্রেনের ধারাবাহিক সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
বিশ্লেষকদের ধারণা, খারকিভ বা তার আশপাশের অঞ্চলে রুশ সরবরাহ লাইন ভেঙে দিতে পারলে বেকায়দায় পড়বে রাশিয়া। এতে করে অনেক রুশ সেনা অবরুদ্ধও হয়ে পড়তে পারে। এ ছাড়া ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরটি ইউক্রেনের দখলে আসলে তা রুশ সেনাদের ভোগান্তি কয়েকগুণ বাড়াবে।
ইউক্রেনের সৈন্যরা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে রাশিয়ার দখল থেকে আরও কিছু এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে। এই অবস্থায় সেখানে নিজেদের এগিয়ে নিতে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। তবে তারপরও রাশিয়ার সরবরাহ পথে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু গ্রাম ইউক্রেনের নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের সেনারা খারকিভের ৩০ টির বেশি বসতি পুনরুদ্ধার করেছে এবং পূর্ব দনবাসসহ দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। দু-এক দিন আগেও খারকিভে নিজেদের অগ্রগতির কথা দাবি করেছিল ইউক্রেন। সেসময় রাশিয়া কিংবা খারকিভে নিয়োজিত রুশপন্থী কোনো কর্মকর্তা এসব দাবির সত্যতা নিশ্চিত করেননি।
তবে গত শুক্রবার খারকিভ অঞ্চলে নিয়োজিত রুশপন্থী শীর্ষ কর্মকর্তা ভিতালি গানশেভ বলেছেন, ‘শত্রুদের অগ্রগতি কিছুটা বিলম্বিত করা গেলেও তাদের পুরোপুরিভাবে ঠেকানো যাচ্ছে না। তাঁরা এরই মধ্যে বেশ কিছু গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।’ খারকিভে যুদ্ধের এমন পরিস্থিতিতে খারকিভে সেনা মোতায়েন বাড়ানোর কথা জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়া কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে—রুশ সাঁজোয়া যানের একটি বহর খারকিভের দিকে অগ্রসর হচ্ছে।
দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেগুলো পুনরুদ্ধার এবং দখলকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অতিরিক্ত সৈন্য পাঠানোর বিষয়টি রাশিয়ার ওপর চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অন্যদিকে, ইউক্রেনের ধারাবাহিক সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
বিশ্লেষকদের ধারণা, খারকিভ বা তার আশপাশের অঞ্চলে রুশ সরবরাহ লাইন ভেঙে দিতে পারলে বেকায়দায় পড়বে রাশিয়া। এতে করে অনেক রুশ সেনা অবরুদ্ধও হয়ে পড়তে পারে। এ ছাড়া ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরটি ইউক্রেনের দখলে আসলে তা রুশ সেনাদের ভোগান্তি কয়েকগুণ বাড়াবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫