অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে একটি বিরল উনিশ শতকের কনডম। এর একটি বৈশিষ্ট্য হলো, এতে খোদাই করা রয়েছে তিনজন ধর্মযাজকের সঙ্গে একজন নানের সঙ্গম মুহূর্তের নগ্ন ছবি।
আমস্টারডামের রাইকসমিউজিয়ামের এক বিবৃতি অনুযায়ী, ১৮৩০ সালের এই কনডম সম্ভবত ভেড়ার অ্যাপেন্ডিক্স (অন্ত্রের একাংশ) দিয়ে তৈরি এবং এটি কোনো যৌনপল্লির স্মারক বলে ধারণা করা হচ্ছে।
রাইকসমিউজিয়ামের ছাপচিত্র বিভাগের কিউরেটর জয়েস জেলেন সিএনএনকে জানিয়েছেন, সে সময়ে কনডম মূলত গোপনে বিক্রি হতো। সংগৃহীত কনডমটি একেবারে আনকোড়া অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। অতিবেগুনি আলোতে পরীক্ষা করে দেখা গেছে, এটি কখনো ব্যবহৃত হয়নি।
জেলেন বলেন, ‘কনডমটির ওপরের খোদাই চিত্র এবং এর ২০ সেন্টিমিটার (৭.৯ ইঞ্চি) দৈর্ঘ্যের বিষয়টি ইঙ্গিত করে, এটি ছিল একটি বিলাসবহুল যৌনপল্লির স্মারক।’
খোদাই করা চিত্রে দেখা যায়, একজন নান নগ্ন অবস্থায় দুই পা প্রসারিত করে বসে আছেন, আর তাঁর সামনে তিনজন ধর্মযাজকও পোশাক খুলে দাঁড়িয়ে আছেন—তাঁদের উত্থিত যৌনাঙ্গ দৃশ্যমান।
খোদাই চিত্রে একটি ফরাসি বাক্য লেখা রয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘এটাই আমার পছন্দ’। জাদুঘরের মতে, এই লেখা সন্ন্যাসজীবনের সংযম এবং গ্রিক পুরাণে উল্লেখিত চরিত্র প্যারিসের বিচারের একটি ব্যঙ্গচিত্র হিসেবে কাজ করছে।
জেলেন ব্যাখ্যা করেন, ছাপচিত্রকার প্রথমে ভেড়া বা ছাগলের অন্ত্র সমান জায়গায় রেখে তাতে কপারে খোদাই করা মুদ্রণশিল্পের সাহায্যে কালি দিয়ে এই চিত্র ছাপিয়েছিলেন। ওই কনডম বাস্তবে ব্যবহৃত না হলেও সেই সময়ের যৌনরোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে সামান্য সুরক্ষা দিতে একই ধরনের উপাদান দিয়েই কনডম তৈরি করা হতো। ১৯ শতকে ইউরোপে সিফিলিসের মতো যৌনরোগ ছিল একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।
রাইকসমিউজিয়াম ছয় মাস আগে একটি নিলাম থেকে কনডমটি সংগ্রহ করে। ১৯ শতকের যৌনতা ও পতিতাবৃত্তিবিষয়ক একটি প্রদর্শনীর অংশ হিসেবে কনডমটি জাদুঘরের ছাপচিত্র গ্যালারিতে নভেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে।
সম্প্রতি রাইকসমিউজিয়াম আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট চিত্রশিল্পী জোহানেস ভারমিয়ারের বৃহত্তম চিত্র প্রদর্শনী আয়োজন এবং শ্রীলঙ্কায় ঔপনিবেশিক যুগের চুরি যাওয়া শিল্পবস্তু ফিরিয়ে দেওয়ার মতো উদ্যোগের কারণে।
নেদারল্যান্ডসের একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে একটি বিরল উনিশ শতকের কনডম। এর একটি বৈশিষ্ট্য হলো, এতে খোদাই করা রয়েছে তিনজন ধর্মযাজকের সঙ্গে একজন নানের সঙ্গম মুহূর্তের নগ্ন ছবি।
আমস্টারডামের রাইকসমিউজিয়ামের এক বিবৃতি অনুযায়ী, ১৮৩০ সালের এই কনডম সম্ভবত ভেড়ার অ্যাপেন্ডিক্স (অন্ত্রের একাংশ) দিয়ে তৈরি এবং এটি কোনো যৌনপল্লির স্মারক বলে ধারণা করা হচ্ছে।
রাইকসমিউজিয়ামের ছাপচিত্র বিভাগের কিউরেটর জয়েস জেলেন সিএনএনকে জানিয়েছেন, সে সময়ে কনডম মূলত গোপনে বিক্রি হতো। সংগৃহীত কনডমটি একেবারে আনকোড়া অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। অতিবেগুনি আলোতে পরীক্ষা করে দেখা গেছে, এটি কখনো ব্যবহৃত হয়নি।
জেলেন বলেন, ‘কনডমটির ওপরের খোদাই চিত্র এবং এর ২০ সেন্টিমিটার (৭.৯ ইঞ্চি) দৈর্ঘ্যের বিষয়টি ইঙ্গিত করে, এটি ছিল একটি বিলাসবহুল যৌনপল্লির স্মারক।’
খোদাই করা চিত্রে দেখা যায়, একজন নান নগ্ন অবস্থায় দুই পা প্রসারিত করে বসে আছেন, আর তাঁর সামনে তিনজন ধর্মযাজকও পোশাক খুলে দাঁড়িয়ে আছেন—তাঁদের উত্থিত যৌনাঙ্গ দৃশ্যমান।
খোদাই চিত্রে একটি ফরাসি বাক্য লেখা রয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘এটাই আমার পছন্দ’। জাদুঘরের মতে, এই লেখা সন্ন্যাসজীবনের সংযম এবং গ্রিক পুরাণে উল্লেখিত চরিত্র প্যারিসের বিচারের একটি ব্যঙ্গচিত্র হিসেবে কাজ করছে।
জেলেন ব্যাখ্যা করেন, ছাপচিত্রকার প্রথমে ভেড়া বা ছাগলের অন্ত্র সমান জায়গায় রেখে তাতে কপারে খোদাই করা মুদ্রণশিল্পের সাহায্যে কালি দিয়ে এই চিত্র ছাপিয়েছিলেন। ওই কনডম বাস্তবে ব্যবহৃত না হলেও সেই সময়ের যৌনরোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে সামান্য সুরক্ষা দিতে একই ধরনের উপাদান দিয়েই কনডম তৈরি করা হতো। ১৯ শতকে ইউরোপে সিফিলিসের মতো যৌনরোগ ছিল একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।
রাইকসমিউজিয়াম ছয় মাস আগে একটি নিলাম থেকে কনডমটি সংগ্রহ করে। ১৯ শতকের যৌনতা ও পতিতাবৃত্তিবিষয়ক একটি প্রদর্শনীর অংশ হিসেবে কনডমটি জাদুঘরের ছাপচিত্র গ্যালারিতে নভেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে।
সম্প্রতি রাইকসমিউজিয়াম আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট চিত্রশিল্পী জোহানেস ভারমিয়ারের বৃহত্তম চিত্র প্রদর্শনী আয়োজন এবং শ্রীলঙ্কায় ঔপনিবেশিক যুগের চুরি যাওয়া শিল্পবস্তু ফিরিয়ে দেওয়ার মতো উদ্যোগের কারণে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে