রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখলে নিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সপ্তাহব্যাপী তুমুল সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরটির নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা।
আজ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে কিয়েভ মস্কোর এ দাবিকে নাকচ করে বলেছে, যুদ্ধ এখনো চলছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একের পর এক বোমা বর্ষণ, কামানের গোলা ও মিসাইল ছুড়ে শহরটি দখলে নেয়। লবণখনি সমৃদ্ধ এ শহর দখলের ফলে রাশিয়া এখন সহজেই ইউক্রেনের সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অপর শহর বাখতুনের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দিতে পারবে। এতে শহরটিতে অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনাদের রুশ সেনারা সহজেই অবরুদ্ধ করতে পারবে।
তবে ইউক্রেন সরকার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মস্কোর এ দাবি মিথ্যা।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, সোলেদার এখনো রুশদের দখলে যায়নি। সেখানে যুদ্ধ চলছে।
এর আগে ইউক্রেনের সেনারা আল জাজিরাকে জানিয়েছিলেন, সোলেদার পতনের মুখে রয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যমটির প্রতিবেদক চার্লস স্টার্টফোর্ড বাখমুতের সীমান্ত অঞ্চল থেকে জানান, সোলেদারে বর্তমানে স্বল্পসংখ্যক ইউক্রেনীয় সেনা রয়েছেন। তাঁরাও শহর থেকে নিরাপদ আশ্রয়ে পালানোর পরিকল্পনা করছেন।
আল জাজিরার প্রতিবেদক চার্লস স্টার্টফোর্ড আরও জানান, বাখমুত শহরের অবস্থাও নাজুক। এখানে এমন কোনো ভবন নেই যেখানে রুশ সেনারা গোলা বর্ষণ করেনি। যেখানে-সেখানে বড় বড় ভবনের ধ্বংসস্তূপ। দেখেই বোঝা যায়, এখানে ব্যাপক গোলা বর্ষণ হয়েছে। সব রাস্তা জনশূন্য। অল্পসংখ্যক নাগরিক ও ইউক্রেন সেনা বর্তমানে শহরটিতে অবস্থান করছেন।
চার্লস স্টার্টফোর্ড ওই প্রতিবেদনে ৬০০ রুশ সেনা বাখমুতের দিকে ধেয়ে আসছে বলেও জানান।
যদি সোলেদারের নিয়ন্ত্রণ সত্যিই রুশ সেনাদের দখলে যায়, তাহলে গত বছরের জুলাইয়ের পর এই প্রথম কোনো ইউক্রেনীয় শহর দখল করল তারা। এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলের খারকিভ ও দক্ষিণাঞ্চলের খেরসন দখল করতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা।
রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখলে নিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সপ্তাহব্যাপী তুমুল সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরটির নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা।
আজ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে কিয়েভ মস্কোর এ দাবিকে নাকচ করে বলেছে, যুদ্ধ এখনো চলছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একের পর এক বোমা বর্ষণ, কামানের গোলা ও মিসাইল ছুড়ে শহরটি দখলে নেয়। লবণখনি সমৃদ্ধ এ শহর দখলের ফলে রাশিয়া এখন সহজেই ইউক্রেনের সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অপর শহর বাখতুনের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দিতে পারবে। এতে শহরটিতে অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনাদের রুশ সেনারা সহজেই অবরুদ্ধ করতে পারবে।
তবে ইউক্রেন সরকার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মস্কোর এ দাবি মিথ্যা।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, সোলেদার এখনো রুশদের দখলে যায়নি। সেখানে যুদ্ধ চলছে।
এর আগে ইউক্রেনের সেনারা আল জাজিরাকে জানিয়েছিলেন, সোলেদার পতনের মুখে রয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যমটির প্রতিবেদক চার্লস স্টার্টফোর্ড বাখমুতের সীমান্ত অঞ্চল থেকে জানান, সোলেদারে বর্তমানে স্বল্পসংখ্যক ইউক্রেনীয় সেনা রয়েছেন। তাঁরাও শহর থেকে নিরাপদ আশ্রয়ে পালানোর পরিকল্পনা করছেন।
আল জাজিরার প্রতিবেদক চার্লস স্টার্টফোর্ড আরও জানান, বাখমুত শহরের অবস্থাও নাজুক। এখানে এমন কোনো ভবন নেই যেখানে রুশ সেনারা গোলা বর্ষণ করেনি। যেখানে-সেখানে বড় বড় ভবনের ধ্বংসস্তূপ। দেখেই বোঝা যায়, এখানে ব্যাপক গোলা বর্ষণ হয়েছে। সব রাস্তা জনশূন্য। অল্পসংখ্যক নাগরিক ও ইউক্রেন সেনা বর্তমানে শহরটিতে অবস্থান করছেন।
চার্লস স্টার্টফোর্ড ওই প্রতিবেদনে ৬০০ রুশ সেনা বাখমুতের দিকে ধেয়ে আসছে বলেও জানান।
যদি সোলেদারের নিয়ন্ত্রণ সত্যিই রুশ সেনাদের দখলে যায়, তাহলে গত বছরের জুলাইয়ের পর এই প্রথম কোনো ইউক্রেনীয় শহর দখল করল তারা। এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলের খারকিভ ও দক্ষিণাঞ্চলের খেরসন দখল করতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫