ইতালির দক্ষিণাঞ্চলের ইসকিয়া দ্বীপে ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে এক নবজাতক ও ২ শিশুও রয়েছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। দ্বীপটিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন জরুরি কর্মী এবং উদ্ধারকারী ডুবুরিরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্রবল বৃষ্টির সময় দ্বীপটির সবচেয়ে উঁচু পাহাড় থেকে পানির সঙ্গে কাদা, আবর্জনা ও পাথরের স্রোত নেমে এসে কাসামিচ্চোওলা তারমে শহরের ওপর ধসে পড়ে। ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু ভবন বিধ্বস্ত হয় এবং স্রোতের ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি সাগরে গিয়ে পড়ে।
এদিকে ভূমিধসের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। এর আগে মন্ত্রিসভার জরুরি বৈঠকে অংশ নেন ইতালির প্রধানমন্ত্রী। এ সময় প্রাথমিকভাবে ২০ লাখ ইউরোর জরুরি ত্রাণ তহবিলের ঘোষণা দেওয়া হয়।
নেপলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইসকিয়া একটি ঘনবসতিপূর্ণ দ্বীপ। দৃষ্টিনন্দন উপকূলের আকর্ষণে বহু পর্যটক দ্বীপটিতে ঘুরতে যায়।
জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটিতে ঘন ঘন ভারী ও তীব্র বৃষ্টিপাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইতালির বহু এলাকাই এ ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ইতালির দক্ষিণাঞ্চলের ইসকিয়া দ্বীপে ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে এক নবজাতক ও ২ শিশুও রয়েছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। দ্বীপটিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন জরুরি কর্মী এবং উদ্ধারকারী ডুবুরিরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্রবল বৃষ্টির সময় দ্বীপটির সবচেয়ে উঁচু পাহাড় থেকে পানির সঙ্গে কাদা, আবর্জনা ও পাথরের স্রোত নেমে এসে কাসামিচ্চোওলা তারমে শহরের ওপর ধসে পড়ে। ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু ভবন বিধ্বস্ত হয় এবং স্রোতের ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি সাগরে গিয়ে পড়ে।
এদিকে ভূমিধসের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। এর আগে মন্ত্রিসভার জরুরি বৈঠকে অংশ নেন ইতালির প্রধানমন্ত্রী। এ সময় প্রাথমিকভাবে ২০ লাখ ইউরোর জরুরি ত্রাণ তহবিলের ঘোষণা দেওয়া হয়।
নেপলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইসকিয়া একটি ঘনবসতিপূর্ণ দ্বীপ। দৃষ্টিনন্দন উপকূলের আকর্ষণে বহু পর্যটক দ্বীপটিতে ঘুরতে যায়।
জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটিতে ঘন ঘন ভারী ও তীব্র বৃষ্টিপাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইতালির বহু এলাকাই এ ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫