দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য ২০০ টন খাদ্য নিয়ে সাইপ্রাসের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম ত্রাণের জাহাজ। জাহাজটিতে আটা, চাল ও আমিষজাতীয় খাদ্য সামগ্রী আছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দাতব্য সংস্থা ওপেন আর্মসের মালিকানাধীন জাহাজ ওপেন আর্মসকে আজ মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে নতুন পথে রওনা দিতে দেখা যায়। তবে জাহাজটি ঠিক কোথায় নোঙর করবে তা জানা যায়নি।
মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) উদ্যোগে এই ত্রাণ তৎপরতায় অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
ডব্লিউসিকে প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নৌমহাসড়ক প্রতিষ্ঠা করা, যেটি ব্যবহার করে লাখ লাখ টন খাদ্যসামগ্রী বোঝাই জাহাজ গাজার দিকে রওনা দিতে পারবে।’
এই উদ্যোগটি গাজা উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর নির্মাণ ও পরিচালনার পরিকল্পনার চেয়ে ভিন্ন। এতে উপত্যকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।
এ দাতব্য সংস্থাগুলো ত্রাণ সরাসরি গাজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি।
ডব্লিউসিকে জানিয়েছে, বন্দর অবকাঠামোর অভাবে তারা ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ থেকে উপাদান নিয়ে গাজায় একটি ল্যান্ডিং জেটি তৈরি করছে।
তারা বলেছে, সাইপ্রাসে তাদের কাছে আরও ৫০০ টন ত্রাণ মজুত রয়েছে, সেগুলোও পাঠানো হবে।
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য ২০০ টন খাদ্য নিয়ে সাইপ্রাসের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম ত্রাণের জাহাজ। জাহাজটিতে আটা, চাল ও আমিষজাতীয় খাদ্য সামগ্রী আছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দাতব্য সংস্থা ওপেন আর্মসের মালিকানাধীন জাহাজ ওপেন আর্মসকে আজ মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে নতুন পথে রওনা দিতে দেখা যায়। তবে জাহাজটি ঠিক কোথায় নোঙর করবে তা জানা যায়নি।
মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) উদ্যোগে এই ত্রাণ তৎপরতায় অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
ডব্লিউসিকে প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নৌমহাসড়ক প্রতিষ্ঠা করা, যেটি ব্যবহার করে লাখ লাখ টন খাদ্যসামগ্রী বোঝাই জাহাজ গাজার দিকে রওনা দিতে পারবে।’
এই উদ্যোগটি গাজা উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর নির্মাণ ও পরিচালনার পরিকল্পনার চেয়ে ভিন্ন। এতে উপত্যকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।
এ দাতব্য সংস্থাগুলো ত্রাণ সরাসরি গাজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি।
ডব্লিউসিকে জানিয়েছে, বন্দর অবকাঠামোর অভাবে তারা ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ থেকে উপাদান নিয়ে গাজায় একটি ল্যান্ডিং জেটি তৈরি করছে।
তারা বলেছে, সাইপ্রাসে তাদের কাছে আরও ৫০০ টন ত্রাণ মজুত রয়েছে, সেগুলোও পাঠানো হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫