Ajker Patrika

ইউক্রেনের আরও এক মেয়রকে অপহরণের অভিযোগ

ইউক্রেনের আরও এক মেয়রকে অপহরণের অভিযোগ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমনটি জানিয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনে এ নিয়ে ইউক্রেনের ২ জন মেয়রকে অপহরণের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। এর আগে গত শুক্রবার মেলিতোপোল শহরের মেয়রকে অপহরণের অভিযোগ উঠে। 

কুলেবা বলেন, রাশিয়ান যুদ্ধাপরাধীরা মাতভেয়েভকে অপহরণ করেছে। স্থানীয় সমর্থন না পেয়ে আক্রমণকারীরা সন্ত্রাসে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সমস্ত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত