অভিবাসন নিয়ে একমত হতে না পারার কারণেই নেদারল্যান্ডসের যৌথ সরকারের পতন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রুটের সভাপতিত্বে সরকারে থাকা চারটি দল সংকট থেকে উত্তরণের জন্য আলোচনায় বসেছিল। দেড় বছর আগে এই সরকার গঠন হলেও দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরে অভিবাসন নিয়ে মতবিরোধ চলছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসে গত বছর অভিবাসন আবেদন এক-তৃতীয়াংশ বেড়ে ৪৭ হাজার ছাড়িয়ে যায়। চলতি বছরের শুরুর দিকে দেশটির সরকারি পরিসংখ্যান বলছিল-২০২৩ সালে এই আবেদনের সংখ্যা ৭০ হাজার হবে।
প্রধানমন্ত্রী রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি আশ্রয় প্রার্থীদের বসবাসে অনুমতি সীমিত পর্যায়ে রাখতে চেয়েছিল। তবে তাদের পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সরকারে থাকা দুটি দল। এই অমিলের কারণেই শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেন রুট। তিনি ও তার মন্ত্রিসভা লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এ অবস্থায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে রাজধানী হেগে দেখা করেন প্রধানমন্ত্রী রুট।
প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। তবে আমি কিছু বলছি না, কারণ এই আলোচনাটি গোপনীয়।’
দেশটির গণমাধ্যম বলছে, নভেম্বরের মাঝামাঝি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন নির্বাচনের আগে মন্ত্রীরা তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।
জানা গেছে, সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্ন দেশ থেকেই অসংখ্য মানুষ নেদারল্যান্ডসে গিয়ে ভিড় করছেন। এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেরও বিপুলসংখ্যক শরণার্থী রয়েছেন। উত্তর আফ্রিকা থেকেও প্রচুর শরণার্থী দেশটিতে পা রেখেছেন। এসব শরণার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই মতবিরোধ চরম আকার ধারণ করে।
অভিবাসন নিয়ে একমত হতে না পারার কারণেই নেদারল্যান্ডসের যৌথ সরকারের পতন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রুটের সভাপতিত্বে সরকারে থাকা চারটি দল সংকট থেকে উত্তরণের জন্য আলোচনায় বসেছিল। দেড় বছর আগে এই সরকার গঠন হলেও দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরে অভিবাসন নিয়ে মতবিরোধ চলছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসে গত বছর অভিবাসন আবেদন এক-তৃতীয়াংশ বেড়ে ৪৭ হাজার ছাড়িয়ে যায়। চলতি বছরের শুরুর দিকে দেশটির সরকারি পরিসংখ্যান বলছিল-২০২৩ সালে এই আবেদনের সংখ্যা ৭০ হাজার হবে।
প্রধানমন্ত্রী রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি আশ্রয় প্রার্থীদের বসবাসে অনুমতি সীমিত পর্যায়ে রাখতে চেয়েছিল। তবে তাদের পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সরকারে থাকা দুটি দল। এই অমিলের কারণেই শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেন রুট। তিনি ও তার মন্ত্রিসভা লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এ অবস্থায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে রাজধানী হেগে দেখা করেন প্রধানমন্ত্রী রুট।
প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। তবে আমি কিছু বলছি না, কারণ এই আলোচনাটি গোপনীয়।’
দেশটির গণমাধ্যম বলছে, নভেম্বরের মাঝামাঝি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন নির্বাচনের আগে মন্ত্রীরা তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।
জানা গেছে, সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্ন দেশ থেকেই অসংখ্য মানুষ নেদারল্যান্ডসে গিয়ে ভিড় করছেন। এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেরও বিপুলসংখ্যক শরণার্থী রয়েছেন। উত্তর আফ্রিকা থেকেও প্রচুর শরণার্থী দেশটিতে পা রেখেছেন। এসব শরণার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই মতবিরোধ চরম আকার ধারণ করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে