জার্মানির হামবুর্গে এক ব্যক্তি কুড়াল ও হামবোমা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। তবে পুলিশের ছোড়া গুলিতে ওই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। শহরটিতে ইউরো কাপের নেদারল্যান্ডস-পোল্যান্ডের ম্যাচের আগেই এই অঘটন ঘটল।
জার্মান পুলিশ জানিয়েছে, আজ রোববার সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামবুর্গ নগর পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলার চেষ্টা করেছিলেন।
উত্তর জার্মানির হামবুর্গের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের আগে একটি মিছিল বের করেন।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে ছিলেন এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন।
পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে ফুটবলের সঙ্গে সংযোগ নেই। অভিযুক্ত ব্যক্তি পানশালা থেকে হাতে কুড়াল নিয়ে বেরিয়ে এসেছিলেন। সেই কুড়াল দিয়ে তিনি অফিসারদের হামলার হুমকি দিচ্ছিলেন। তাঁর কাছে মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।
পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এখন পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগের তথ্য পাওয়া যায়নি।’
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ গুলি ছোঁড়ার আগে ওই হামলাকারীর ওপর পিপার (মরিচ) স্প্রে করে। এরপর একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পায়ে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি মাটিতে পড়ে যান।
পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত শুক্রবার রাত থেকে জার্মানিতে এক মাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।
জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ।
জার্মানির হামবুর্গে এক ব্যক্তি কুড়াল ও হামবোমা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। তবে পুলিশের ছোড়া গুলিতে ওই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। শহরটিতে ইউরো কাপের নেদারল্যান্ডস-পোল্যান্ডের ম্যাচের আগেই এই অঘটন ঘটল।
জার্মান পুলিশ জানিয়েছে, আজ রোববার সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামবুর্গ নগর পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলার চেষ্টা করেছিলেন।
উত্তর জার্মানির হামবুর্গের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের আগে একটি মিছিল বের করেন।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে ছিলেন এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন।
পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে ফুটবলের সঙ্গে সংযোগ নেই। অভিযুক্ত ব্যক্তি পানশালা থেকে হাতে কুড়াল নিয়ে বেরিয়ে এসেছিলেন। সেই কুড়াল দিয়ে তিনি অফিসারদের হামলার হুমকি দিচ্ছিলেন। তাঁর কাছে মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।
পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এখন পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগের তথ্য পাওয়া যায়নি।’
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ গুলি ছোঁড়ার আগে ওই হামলাকারীর ওপর পিপার (মরিচ) স্প্রে করে। এরপর একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পায়ে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি মাটিতে পড়ে যান।
পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত শুক্রবার রাত থেকে জার্মানিতে এক মাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।
জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে