সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটকের পর ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লাখনিবিরোধী বিক্ষোভ থেকে তাঁকে আটক করা হয়। জার্মান পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকালই গ্রেটার পরিচয় যাচাই করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পশ্চিম জার্মানির লুয়েৎজারাত গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে গাজবাইলা-২ নামে একটি কয়লাখনির দিকে যাওয়ার সময় গ্রেটা থুনবার্গ ও তাঁর সঙ্গে থাকা পরিবেশকর্মীদের আটক করে পুলিশ।
খনি এলাকা সম্প্রসারণের জন্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুয়েৎজারাত গ্রামের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। গ্রামটির মালিক বর্তমানে জার্মান বহুজাতিক জ্বালানি কোম্পানি আরডব্লিউই। লুয়েৎজারাত গ্রামে কয়লার প্রকরণগুলোর মধ্যে সবচেয়ে নোংরা কয়লা লিগনাইট পোড়ানো হয় বছরে আড়াই কোটি টন। পরিবেশকর্মীরা বলছেন, জার্মানির আর লিগনাইট বা বাদামি কয়লা উত্তোলন করা উচিত নয় এবং এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দেওয়া উচিত।
পরিত্যক্ত গ্রামটির বিভিন্ন ভবনে স্থানীয় দাঙ্গা পুলিশ বুলডোজার নিয়ে অভিযান চালায় গত সপ্তাহের শেষে। পুলিশ ভবনে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের বের করে ভবনগুলো গুঁড়িয়ে দেয়। শুধু অল্প কয়েকটি গাছ এবং একটি ভূগর্ভস্থ টানেল বাকি ছিল। কিন্তু থুনবার্গসহ বিক্ষোভকারীরা গতকাল পর্যন্ত গ্রামটিতে অবস্থান করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থুনবার্গসহ অন্যান্য বিক্ষোভকারীদের আটকের সময় পুলিশকে বলতে শোনা যায়, ‘আপনাদের পরিচয় যাচাইয়ে আমাদের সাহায্য করুন। অন্যথায় আমরা বল প্রয়োগ করব।’
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘গ্রেটা থুনবার্গ বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন। তিনি খনির পাশে চলে গিয়েছিলেন। তখন তাঁকে থামিয়ে দেওয়া হয়। পরে অন্যান্য বিক্ষোভকারীর সঙ্গে তাঁকেও পরিচয় নিশ্চিতের জন্য তাৎক্ষণিক বিপজ্জনক এলাকা থেকে বের করে আনা হয়।’
থুনবার্গ এ সময় খনি এলাকা সম্প্রসারণকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, জার্মানি বিশ্বের অন্যতম দূষণকারী দেশ। তাদের জবাবদিহির মুখোমুখি করতে হবে।
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটকের পর ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লাখনিবিরোধী বিক্ষোভ থেকে তাঁকে আটক করা হয়। জার্মান পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকালই গ্রেটার পরিচয় যাচাই করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পশ্চিম জার্মানির লুয়েৎজারাত গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে গাজবাইলা-২ নামে একটি কয়লাখনির দিকে যাওয়ার সময় গ্রেটা থুনবার্গ ও তাঁর সঙ্গে থাকা পরিবেশকর্মীদের আটক করে পুলিশ।
খনি এলাকা সম্প্রসারণের জন্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুয়েৎজারাত গ্রামের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। গ্রামটির মালিক বর্তমানে জার্মান বহুজাতিক জ্বালানি কোম্পানি আরডব্লিউই। লুয়েৎজারাত গ্রামে কয়লার প্রকরণগুলোর মধ্যে সবচেয়ে নোংরা কয়লা লিগনাইট পোড়ানো হয় বছরে আড়াই কোটি টন। পরিবেশকর্মীরা বলছেন, জার্মানির আর লিগনাইট বা বাদামি কয়লা উত্তোলন করা উচিত নয় এবং এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দেওয়া উচিত।
পরিত্যক্ত গ্রামটির বিভিন্ন ভবনে স্থানীয় দাঙ্গা পুলিশ বুলডোজার নিয়ে অভিযান চালায় গত সপ্তাহের শেষে। পুলিশ ভবনে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের বের করে ভবনগুলো গুঁড়িয়ে দেয়। শুধু অল্প কয়েকটি গাছ এবং একটি ভূগর্ভস্থ টানেল বাকি ছিল। কিন্তু থুনবার্গসহ বিক্ষোভকারীরা গতকাল পর্যন্ত গ্রামটিতে অবস্থান করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থুনবার্গসহ অন্যান্য বিক্ষোভকারীদের আটকের সময় পুলিশকে বলতে শোনা যায়, ‘আপনাদের পরিচয় যাচাইয়ে আমাদের সাহায্য করুন। অন্যথায় আমরা বল প্রয়োগ করব।’
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘গ্রেটা থুনবার্গ বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন। তিনি খনির পাশে চলে গিয়েছিলেন। তখন তাঁকে থামিয়ে দেওয়া হয়। পরে অন্যান্য বিক্ষোভকারীর সঙ্গে তাঁকেও পরিচয় নিশ্চিতের জন্য তাৎক্ষণিক বিপজ্জনক এলাকা থেকে বের করে আনা হয়।’
থুনবার্গ এ সময় খনি এলাকা সম্প্রসারণকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, জার্মানি বিশ্বের অন্যতম দূষণকারী দেশ। তাদের জবাবদিহির মুখোমুখি করতে হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫