সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেন ছয়টি বিরোধপূর্ণ বিষয়ের মধ্যে চারটিতেই ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা আলোচনার সময় মতবিরোধপূর্ণ ছয়টি বিষয়ের মধ্যে চারটিতেই ‘সমঝোতায়’ পৌঁছেছেন বলে মনে হচ্ছে।’
এরদোয়ান আরও জানান, তিনি শুক্রবার (আজ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।
এরদোয়ান আরও বলেন, ‘প্রথম দিকে ইউক্রেন এই ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু পরে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ গ্রহণের দাবি থেকে সরিয়ে নেবেন মর্মে উল্লেখ করলে তা স্তিমিত হয়। ইউক্রেনের আলোচনাকারীদের তরফ থেকে আরেকটি সমস্যা ছিল—রুশ ভাষাকে ইউক্রেনের অন্যতম সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা। জেলেনস্কি এটি মেনে নিতে চেয়েছেন। রুশ ভাষা ইউক্রেনের সর্বত্র প্রচলিত একটি ভাষা।’
এরদোয়ান রাশিয়ার সঙ্গে আপস করার বিষয়ে গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে জেলেনস্কির মন্তব্যকে ‘স্মার্ট নেতৃত্ব’ বলে উল্লেখ করে আরও বলেন, ‘জেলেনস্কি সোমবার বলেছিলেন, তাঁর দেশের নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কিত যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং তা তাঁর একার দ্বারা সম্ভব নয়।’
পুতিনের সঙ্গে আসন্ন টেলিফোন কল সম্পর্কে এরদোয়ান বলেন, ‘আমাদের “ন্যাটো” সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন করা উচিত। আমাদের এই চলমান সংকটকে মসৃণ করার উপায় খুঁজতে হবে এবং এটি থেকে সম্মানজনক প্রস্থানের একটি পথ খুঁজে বের করতে হবে।’
সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেন ছয়টি বিরোধপূর্ণ বিষয়ের মধ্যে চারটিতেই ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা আলোচনার সময় মতবিরোধপূর্ণ ছয়টি বিষয়ের মধ্যে চারটিতেই ‘সমঝোতায়’ পৌঁছেছেন বলে মনে হচ্ছে।’
এরদোয়ান আরও জানান, তিনি শুক্রবার (আজ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।
এরদোয়ান আরও বলেন, ‘প্রথম দিকে ইউক্রেন এই ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু পরে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ গ্রহণের দাবি থেকে সরিয়ে নেবেন মর্মে উল্লেখ করলে তা স্তিমিত হয়। ইউক্রেনের আলোচনাকারীদের তরফ থেকে আরেকটি সমস্যা ছিল—রুশ ভাষাকে ইউক্রেনের অন্যতম সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা। জেলেনস্কি এটি মেনে নিতে চেয়েছেন। রুশ ভাষা ইউক্রেনের সর্বত্র প্রচলিত একটি ভাষা।’
এরদোয়ান রাশিয়ার সঙ্গে আপস করার বিষয়ে গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে জেলেনস্কির মন্তব্যকে ‘স্মার্ট নেতৃত্ব’ বলে উল্লেখ করে আরও বলেন, ‘জেলেনস্কি সোমবার বলেছিলেন, তাঁর দেশের নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কিত যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং তা তাঁর একার দ্বারা সম্ভব নয়।’
পুতিনের সঙ্গে আসন্ন টেলিফোন কল সম্পর্কে এরদোয়ান বলেন, ‘আমাদের “ন্যাটো” সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন করা উচিত। আমাদের এই চলমান সংকটকে মসৃণ করার উপায় খুঁজতে হবে এবং এটি থেকে সম্মানজনক প্রস্থানের একটি পথ খুঁজে বের করতে হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫