অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।
বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই দুর্ঘটনার খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে। প্রতিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটিতে ৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্লাস করছিল। আগুনে পুড়ে বহু শিক্ষার্থী ও অভিভাবক গুরুতর দগ্ধ হন। স্কুলের শিক্ষক মাসুদ তারিক বিবিসিকে বলেন, ‘আমি পেছনে তাকিয়ে শুধু আগুন আর ধোঁয়া দেখতে পাই।’ একই অভিজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকেরাও।
নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, বিমানটি যখন আঘাত হানে, তখন স্কুলের দ্বিতীয় তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা বিমানটির জানালা ভেঙে ছাই হয়ে যেতে দেখেছেন তাঁরা। আহতদের দ্রুত বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আল জাজিরা জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া আহতদের মধ্যে একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আগেই মারা যায়। বাকিরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কান্না, চিৎকার ও আতঙ্কের মুহূর্তগুলো মানুষকে স্তব্ধ করে দিচ্ছে।
ঘটনার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি জাতির জন্য গভীর বেদনার মুহূর্ত। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং তদন্ত চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। মঙ্গলবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, মসজিদ-মন্দির-গির্জাসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সিএনএন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ রক্ত দিতে ছুটে এসেছে। স্কুলের আশপাশে হাজারো মানুষের ভিড়। কেউ নিখোঁজ সন্তানের খোঁজে, কেউবা আত্মীয়দের দগ্ধ মুখ দেখে কেঁদে ভেঙে পড়েছেন।
ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে, এই দুর্ঘটনা একটি যান্ত্রিক ত্রুটির ফল। এটি জাতীয় ট্র্যাজেডি, যা দীর্ঘ সময় ধরে মানুষের মনে দাগ কেটে থাকবে।
এই বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক অঙ্গনে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্যই বেদনার এক সঞ্চার ঘটিয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।
বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই দুর্ঘটনার খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে। প্রতিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটিতে ৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্লাস করছিল। আগুনে পুড়ে বহু শিক্ষার্থী ও অভিভাবক গুরুতর দগ্ধ হন। স্কুলের শিক্ষক মাসুদ তারিক বিবিসিকে বলেন, ‘আমি পেছনে তাকিয়ে শুধু আগুন আর ধোঁয়া দেখতে পাই।’ একই অভিজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকেরাও।
নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, বিমানটি যখন আঘাত হানে, তখন স্কুলের দ্বিতীয় তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা বিমানটির জানালা ভেঙে ছাই হয়ে যেতে দেখেছেন তাঁরা। আহতদের দ্রুত বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আল জাজিরা জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া আহতদের মধ্যে একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আগেই মারা যায়। বাকিরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কান্না, চিৎকার ও আতঙ্কের মুহূর্তগুলো মানুষকে স্তব্ধ করে দিচ্ছে।
ঘটনার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি জাতির জন্য গভীর বেদনার মুহূর্ত। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং তদন্ত চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। মঙ্গলবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, মসজিদ-মন্দির-গির্জাসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সিএনএন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ রক্ত দিতে ছুটে এসেছে। স্কুলের আশপাশে হাজারো মানুষের ভিড়। কেউ নিখোঁজ সন্তানের খোঁজে, কেউবা আত্মীয়দের দগ্ধ মুখ দেখে কেঁদে ভেঙে পড়েছেন।
ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে, এই দুর্ঘটনা একটি যান্ত্রিক ত্রুটির ফল। এটি জাতীয় ট্র্যাজেডি, যা দীর্ঘ সময় ধরে মানুষের মনে দাগ কেটে থাকবে।
এই বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক অঙ্গনে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্যই বেদনার এক সঞ্চার ঘটিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে