মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত চিরতরে বন্ধের লক্ষ্য বৈঠকে বসেছিলেন মুসলিম বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা। গতকাল শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রধান উপস্থিত ছিলেন। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ ছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে আরব বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা কীভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করা যায় এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘একসঙ্গে আমরা এমন দৃঢ় পদক্ষেপগুলো চিহ্নিত করতে চাই, যা আমাদের এই উদ্দেশ্যের দিকে অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে।’
মাদ্রিদে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। আর বৈঠকটি অনুষ্ঠিত হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবনে। সম্মেলন শুরুর আগে সানচেজ নিজে অতিথিদের স্বাগত জানান।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আলবারেস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থানের মাধ্যমে এই অঞ্চলে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন।’ বৈঠকে ইসরায়েলের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ এটি ইউরোপীয় দেশ বা মুসলিম বিশ্বের একমাত্র সম্মেলন নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল আলোচনায় অংশ নিলে তিনি ‘আনন্দিত’ হতেন।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত চিরতরে বন্ধের লক্ষ্য বৈঠকে বসেছিলেন মুসলিম বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা। গতকাল শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রধান উপস্থিত ছিলেন। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ ছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে আরব বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা কীভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করা যায় এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘একসঙ্গে আমরা এমন দৃঢ় পদক্ষেপগুলো চিহ্নিত করতে চাই, যা আমাদের এই উদ্দেশ্যের দিকে অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে।’
মাদ্রিদে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। আর বৈঠকটি অনুষ্ঠিত হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবনে। সম্মেলন শুরুর আগে সানচেজ নিজে অতিথিদের স্বাগত জানান।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আলবারেস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থানের মাধ্যমে এই অঞ্চলে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন।’ বৈঠকে ইসরায়েলের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ এটি ইউরোপীয় দেশ বা মুসলিম বিশ্বের একমাত্র সম্মেলন নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল আলোচনায় অংশ নিলে তিনি ‘আনন্দিত’ হতেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে