সংকটে পড়লে কীভাবে কাজ করতে হবে তার মহড়া হচ্ছিল আর্কটিক সাগরে। একই সঙ্গে সেখানে একটি তথ্যচিত্র নির্মাণের কাজও চলছিল। সেখানে পরিদর্শনে গিয়েছিলেন রাশিয়ার জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। আজ বুধবার এ মহড়া চলাকালে তথ্যচিত্রের পরিচালক পানিতে পড়ে গেলে তাঁকে বাঁচাতে তিনিও লাফ দেন। কিন্তু আর ফেরেননি। মারা গেছেন সেই পরিচালকও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েভগেনি জিনিচেভ ২০১৮ সাল থেকে জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বুধবার প্রত্যন্ত নোরিলস্ক শহরে মহড়া চলাকালেই আর্কটিক ও নর্দার্ন সাগরের রুট নিয়ে একটি তথ্যচিত্রের নির্মাণকাজ চলছিল। শুটিংয়ের সময় ওই তথ্যচিত্রের পরিচালক আলেক্সান্ডার মেলনিক পাহাড়ি একটি নদীতে পড়ে যান। আর তাঁকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন ৫৫ বছর বয়সী মন্ত্রীও। দুজনই পাথুরে সেই নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে মারা যান।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ সম্পর্কিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, শুটিংয়ের সময় পাথরে পা পিছলে মেলনিক নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গেই ইয়েভগেনি তাঁকে ধরার চেষ্টা করলেও সফল হননি। পরে তিনিও মেলনিককে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। পাহাড়ি সেই নদীতে পড়ার পর দুজনই মারা যান।
এ সম্পর্কিত এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আরটি টেলিভিশনের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান লেখেন, ‘অনেকেই ছিল ঘটনার সময়। কিন্তু জিনিচেভ যখন লাফ দেন, সেই মুহূর্তে কারও পক্ষেই বোঝা সম্ভব হয়নি যে, তিনি কী করছেন।’
জিনিচেভ নোরিলস্ক গিয়েছিলেন নতুন একটি ফায়ার স্টেশন তৈরির স্থান ও উদ্ধারকারী দল গঠনের বিষয়াদি পরিদর্শনে। উদ্ধার তৎপরতা যে তাঁর মজ্জায় ঢুকে গিয়েছিল, তা তাঁর মৃত্যুর ধরনেই পরিষ্কার।
পিটার্সবার্গে জন্ম নেওয়া জিনিচেভ ১৯৮৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাশিয়ার নিরাপত্তা বিভাগে কাজ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন একসময়। সে সময় তিনি পুতিনের দেহরক্ষী ও উপদেষ্টার কাজ এসঙ্গে সামাল দিয়েছেন।
সংকটে পড়লে কীভাবে কাজ করতে হবে তার মহড়া হচ্ছিল আর্কটিক সাগরে। একই সঙ্গে সেখানে একটি তথ্যচিত্র নির্মাণের কাজও চলছিল। সেখানে পরিদর্শনে গিয়েছিলেন রাশিয়ার জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। আজ বুধবার এ মহড়া চলাকালে তথ্যচিত্রের পরিচালক পানিতে পড়ে গেলে তাঁকে বাঁচাতে তিনিও লাফ দেন। কিন্তু আর ফেরেননি। মারা গেছেন সেই পরিচালকও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েভগেনি জিনিচেভ ২০১৮ সাল থেকে জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বুধবার প্রত্যন্ত নোরিলস্ক শহরে মহড়া চলাকালেই আর্কটিক ও নর্দার্ন সাগরের রুট নিয়ে একটি তথ্যচিত্রের নির্মাণকাজ চলছিল। শুটিংয়ের সময় ওই তথ্যচিত্রের পরিচালক আলেক্সান্ডার মেলনিক পাহাড়ি একটি নদীতে পড়ে যান। আর তাঁকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন ৫৫ বছর বয়সী মন্ত্রীও। দুজনই পাথুরে সেই নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে মারা যান।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ সম্পর্কিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, শুটিংয়ের সময় পাথরে পা পিছলে মেলনিক নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গেই ইয়েভগেনি তাঁকে ধরার চেষ্টা করলেও সফল হননি। পরে তিনিও মেলনিককে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। পাহাড়ি সেই নদীতে পড়ার পর দুজনই মারা যান।
এ সম্পর্কিত এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আরটি টেলিভিশনের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান লেখেন, ‘অনেকেই ছিল ঘটনার সময়। কিন্তু জিনিচেভ যখন লাফ দেন, সেই মুহূর্তে কারও পক্ষেই বোঝা সম্ভব হয়নি যে, তিনি কী করছেন।’
জিনিচেভ নোরিলস্ক গিয়েছিলেন নতুন একটি ফায়ার স্টেশন তৈরির স্থান ও উদ্ধারকারী দল গঠনের বিষয়াদি পরিদর্শনে। উদ্ধার তৎপরতা যে তাঁর মজ্জায় ঢুকে গিয়েছিল, তা তাঁর মৃত্যুর ধরনেই পরিষ্কার।
পিটার্সবার্গে জন্ম নেওয়া জিনিচেভ ১৯৮৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাশিয়ার নিরাপত্তা বিভাগে কাজ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন একসময়। সে সময় তিনি পুতিনের দেহরক্ষী ও উপদেষ্টার কাজ এসঙ্গে সামাল দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫