তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে