চীনের উত্তরাঞ্চলীয় শহর মোহেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া স্টেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহে শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে ১৯৬৯ সালে একবার এই শহরের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে ২০০৯ সালের ডিসেম্বরে চীনের গেনহে শহরে সর্বনিম্ন মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলেছে, মোহে চীনের সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শহর হিসেবে পরিচিত। এই শহরে শীতকাল সাধারণত আট মাস স্থায়ী হয়। শহরটিতে রয়েছে বরফ ও তুষার পার্ক। এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে এখানে শীতকালীন ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে মোহের গড় তাপমাত্রা সাধারণত মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে।
সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত সপ্তাহে চীনের আবহাওয়া অফিস এ অঞ্চলে সতর্কতা জারি করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শুক্রবার থেকে টানা তিন দিন মোহের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ছিল। এরপর চতুর্থ দিনে তা মাইনাস ৫৩ ডিগ্রিতে নেমে যায়। এটিকে নজিরবিহীন বলছে আবহাওয়া অফিস।
এদিকে তীব্র শীত থেকে বাঁচতে মানুষ প্রচুর কয়লা ব্যবহার করছে। বেইজিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরে কয়লার ব্যবহার এক-তৃতীয়াংশ বেড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি ঘরের বাইরে পা রাখার ১০ সেকেন্ডর মধ্যে হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। মাত্র ১০০ মিটার দূরেরও কিছু দেখা যাচ্ছিল না।
গত বছরেও চীনে তীব্র শীত দেখা গিয়েছিল। আবার গরমের সময়েও তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত ৬০ বছরের মধ্যে চীনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এসব অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে।
চীনের উত্তরাঞ্চলীয় শহর মোহেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া স্টেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহে শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে ১৯৬৯ সালে একবার এই শহরের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে ২০০৯ সালের ডিসেম্বরে চীনের গেনহে শহরে সর্বনিম্ন মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলেছে, মোহে চীনের সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শহর হিসেবে পরিচিত। এই শহরে শীতকাল সাধারণত আট মাস স্থায়ী হয়। শহরটিতে রয়েছে বরফ ও তুষার পার্ক। এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে এখানে শীতকালীন ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে মোহের গড় তাপমাত্রা সাধারণত মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে।
সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত সপ্তাহে চীনের আবহাওয়া অফিস এ অঞ্চলে সতর্কতা জারি করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শুক্রবার থেকে টানা তিন দিন মোহের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ছিল। এরপর চতুর্থ দিনে তা মাইনাস ৫৩ ডিগ্রিতে নেমে যায়। এটিকে নজিরবিহীন বলছে আবহাওয়া অফিস।
এদিকে তীব্র শীত থেকে বাঁচতে মানুষ প্রচুর কয়লা ব্যবহার করছে। বেইজিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরে কয়লার ব্যবহার এক-তৃতীয়াংশ বেড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি ঘরের বাইরে পা রাখার ১০ সেকেন্ডর মধ্যে হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। মাত্র ১০০ মিটার দূরেরও কিছু দেখা যাচ্ছিল না।
গত বছরেও চীনে তীব্র শীত দেখা গিয়েছিল। আবার গরমের সময়েও তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত ৬০ বছরের মধ্যে চীনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এসব অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫