চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে