নেপালের এভারেস্ট অঞ্চলে একটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানাং এয়ারের ওই হেলিকপ্টারে পাঁচ মেক্সিকান পর্যটক ও একজন নেপালি পাইলট ছিলেন।
হেলিকপ্টারটি বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের প্রবেশদ্বার লুকলার কাছে থেকে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জ্ঞানেন্দ্র ভুল এএফপিকে বলেছেন, ‘বিধ্বস্ত হওয়ার স্থানে ছয়টি মরদেহ পাওয়া গেছে।’
অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য দুটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে জানিয়ে জ্ঞানেন্দ্র বলেন, আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ওই এলাকার কাছাকাছি অবতরণ করতে পারেনি। তাই উদ্ধারকারীরা হেঁটে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।
দুর্ঘটনাস্থলে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তাদের মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে তাঁর কার্যালয় টুইটারে জানিয়েছে।
প্রসঙ্গত, নেপাল তার দুর্বল বিমান নিরাপত্তার জন্য কুখ্যাত। এর আগে মে মাসে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মালামাল নামানোর সময় দেশটির পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে একজন নিহত ও চারজন আহত হন।
এর আগে জানুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ৭২ জনের সবাই নিহত হযন। ২০১৮ সালে কাঠমাণ্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হন।
১৯৯২ সালে নেপালের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনায় কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হলে বিমানে থাকা ১৬৭ জনের সবাই মারা যান। মাত্র দুই মাস আগেও একই বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা উদ্বেগের জন্য তাদের আকাশসীমা থেকে সমস্ত নেপালি বিমানকে নিষিদ্ধ করেছে।
নেপালের এভারেস্ট অঞ্চলে একটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানাং এয়ারের ওই হেলিকপ্টারে পাঁচ মেক্সিকান পর্যটক ও একজন নেপালি পাইলট ছিলেন।
হেলিকপ্টারটি বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের প্রবেশদ্বার লুকলার কাছে থেকে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জ্ঞানেন্দ্র ভুল এএফপিকে বলেছেন, ‘বিধ্বস্ত হওয়ার স্থানে ছয়টি মরদেহ পাওয়া গেছে।’
অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য দুটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে জানিয়ে জ্ঞানেন্দ্র বলেন, আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ওই এলাকার কাছাকাছি অবতরণ করতে পারেনি। তাই উদ্ধারকারীরা হেঁটে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।
দুর্ঘটনাস্থলে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তাদের মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে তাঁর কার্যালয় টুইটারে জানিয়েছে।
প্রসঙ্গত, নেপাল তার দুর্বল বিমান নিরাপত্তার জন্য কুখ্যাত। এর আগে মে মাসে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মালামাল নামানোর সময় দেশটির পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে একজন নিহত ও চারজন আহত হন।
এর আগে জানুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ৭২ জনের সবাই নিহত হযন। ২০১৮ সালে কাঠমাণ্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হন।
১৯৯২ সালে নেপালের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনায় কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হলে বিমানে থাকা ১৬৭ জনের সবাই মারা যান। মাত্র দুই মাস আগেও একই বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা উদ্বেগের জন্য তাদের আকাশসীমা থেকে সমস্ত নেপালি বিমানকে নিষিদ্ধ করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে