Ajker Patrika

চীনের চাপে মাথা নত করব না: তাইওয়ানের প্রেসিডেন্ট 

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪: ২৮
চীনের চাপে মাথা নত করব না: তাইওয়ানের প্রেসিডেন্ট 

চীনের চাপের কাছে তাইওয়ান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। আজ রোববার তাইওয়ানের জাতীয় দিবসের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন বলেন, `আমরা যত অর্জন করব চীন থেকে তত বেশি চাপ পাব।  তাইওয়ান নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে থাকবে, যেন কেউ এটা বলতে না পারে যেৎ চীন যে প্রস্তাব দিয়েছে তা মেনে নিতে বাধ্য হচ্ছে দ্বীপরাষ্ট্রটি।'

সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জানিয়েছেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন চায় তাঁর দেশ।  গত শনিবার বেইজিংয়ে তিনি এমনটি জানান।
  
গত সপ্তাহে একাধিকবার তাইওয়ানে রেকর্ড যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়েছে চীন। 

চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত