ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে।
এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন
ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে।
এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫