আরাকান আর্মিসহ (এএ) মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। দেশটির পশ্চিমে ছড়িয়ে পড়েছে এই সংঘর্ষ। বিদ্রোহীদের দমনে জান্তা বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের মধ্যে বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কা বেড়েছে বলে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে রাখাইন রাজ্যের পাউকতাও টাউনশিপের প্রাক্তন এক সংসদ সদস্য গত শনিবার সিএনএনকে জানান যে, তিনি শহরের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং কী ঘটছে তা জানেন না।
তিনি বলেন, ‘যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন শহর ছেড়েছিলাম। তবে সেখানে বয়স্ক, অসুস্থ মানুষ এবং শিশুরাও রয়েছে। তাই তাদের পক্ষে দ্রুত কোথাও সরে যাওয়াও সম্ভব নয়। বৃষ্টি হচ্ছে, ঝড় আসছে। এর মাঝে গুলিবর্ষণে সৃষ্টি হয়েছে বিধ্বংসী পরিস্থিতি। এমন অবস্থায় মানুষকে দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
জাতিসংঘের সমন্বিত কার্যালয় (ইউএনওসিএইচএ) থেকে গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ নভেম্বর রাথেদাউং শহরে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ শুরু হয় এবং তারপর থেকে সেই সংঘর্ষ মংডু, কিয়াউকতাও, মিনবিয়া, পাউকতাও, পোন্নাগিউন এবং পালেতওয়া শহরে ছড়িয়ে পড়েছে।
ইউএনওসিএইচএর তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে যুদ্ধের ফলে ২৬ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মিয়ানমার সেনাবাহিনী কয়েক দশক ধরেই জাতিগত সংখ্যালঘু এবং অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর বিরোধী শক্তির মধ্যে অভূতপূর্ব সমন্বয় ঘটায় এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন সামরিক জান্তা। একাধিক ফ্রন্টে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী। জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং জান্তাবিরোধী মিলিশিয়ারা বিদ্রোহ শুরু করেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার সঙ্গে দেশটিতে শুরু হয়েছে গৃহযুদ্ধ।
পর্যবেক্ষণ গোষ্ঠীগুলোর মতে, ২০২১ সাল থেকেই মিয়ানমার সামরিক বাহিনীর বিমান এবং স্থল হামলার শিকার হয়ে শিশু সহ হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। জান্তা সৈন্যদের দ্বারা একের পর এক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে স্কুল, ক্লিনিক ও হাসপাতালের মতো স্থাপনা।
অতিসম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে নিহত এক ব্যক্তির ছেলে সিএনএনকে জানান, একটি মেডিটেশন সেন্টারের ভেতরে ঢুকে গুলি করা হয় তার বাবাকে। বেসামরিক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে গুলি করে মারার ঘটনা নতুন নয় বলেও তিনি জানান।
সিএনএনকে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে, বাবা ব্যথায় কাঁদছে। আমি কল্পনা করতে পারি না যে, রক্তের পুকুরে একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে। পরদিন একটি ফোনকলে আমাকে জানান হয়, বাবা মারা গেছেন।’
আরাকান আর্মিসহ (এএ) মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। দেশটির পশ্চিমে ছড়িয়ে পড়েছে এই সংঘর্ষ। বিদ্রোহীদের দমনে জান্তা বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের মধ্যে বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কা বেড়েছে বলে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে রাখাইন রাজ্যের পাউকতাও টাউনশিপের প্রাক্তন এক সংসদ সদস্য গত শনিবার সিএনএনকে জানান যে, তিনি শহরের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং কী ঘটছে তা জানেন না।
তিনি বলেন, ‘যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন শহর ছেড়েছিলাম। তবে সেখানে বয়স্ক, অসুস্থ মানুষ এবং শিশুরাও রয়েছে। তাই তাদের পক্ষে দ্রুত কোথাও সরে যাওয়াও সম্ভব নয়। বৃষ্টি হচ্ছে, ঝড় আসছে। এর মাঝে গুলিবর্ষণে সৃষ্টি হয়েছে বিধ্বংসী পরিস্থিতি। এমন অবস্থায় মানুষকে দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
জাতিসংঘের সমন্বিত কার্যালয় (ইউএনওসিএইচএ) থেকে গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ নভেম্বর রাথেদাউং শহরে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ শুরু হয় এবং তারপর থেকে সেই সংঘর্ষ মংডু, কিয়াউকতাও, মিনবিয়া, পাউকতাও, পোন্নাগিউন এবং পালেতওয়া শহরে ছড়িয়ে পড়েছে।
ইউএনওসিএইচএর তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে যুদ্ধের ফলে ২৬ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মিয়ানমার সেনাবাহিনী কয়েক দশক ধরেই জাতিগত সংখ্যালঘু এবং অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর বিরোধী শক্তির মধ্যে অভূতপূর্ব সমন্বয় ঘটায় এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন সামরিক জান্তা। একাধিক ফ্রন্টে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী। জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং জান্তাবিরোধী মিলিশিয়ারা বিদ্রোহ শুরু করেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার সঙ্গে দেশটিতে শুরু হয়েছে গৃহযুদ্ধ।
পর্যবেক্ষণ গোষ্ঠীগুলোর মতে, ২০২১ সাল থেকেই মিয়ানমার সামরিক বাহিনীর বিমান এবং স্থল হামলার শিকার হয়ে শিশু সহ হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। জান্তা সৈন্যদের দ্বারা একের পর এক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে স্কুল, ক্লিনিক ও হাসপাতালের মতো স্থাপনা।
অতিসম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে নিহত এক ব্যক্তির ছেলে সিএনএনকে জানান, একটি মেডিটেশন সেন্টারের ভেতরে ঢুকে গুলি করা হয় তার বাবাকে। বেসামরিক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে গুলি করে মারার ঘটনা নতুন নয় বলেও তিনি জানান।
সিএনএনকে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে, বাবা ব্যথায় কাঁদছে। আমি কল্পনা করতে পারি না যে, রক্তের পুকুরে একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে। পরদিন একটি ফোনকলে আমাকে জানান হয়, বাবা মারা গেছেন।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে