প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫