বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত জাপানের তোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। জাপানের হিয়োগো প্রদেশের আশিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকো ইতোওকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।
তোমিকোর মৃত্যুতে আশিয়া শহরের মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘ইতোওকা তাঁর দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন।’
তোমিকো ইতোওকা প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে, ১৯০৮ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। সে বছরই যুক্তরাষ্ট্রে ফোর্ডের মডেল টি গাড়ি উন্মোচিত হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে তোমিকোকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।
তোমিকো ইতোওকা তাঁর এই দীর্ঘ জীবনে যুদ্ধ, মহামারি ও প্রযুক্তিগত বিপ্লবের সাক্ষী হয়েছেন। তরুণ বয়সে তিনি ভলিবল খেলতে পছন্দ করতেন। তিনি দু’বার ৩ হাজার ৬৭ মিটার উচ্চতার মাউন্ট অনতাকে আরোহণ করেছিলেন।
২০ বছর বয়সে তোমিকো বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বামীর টেক্সটাইল কারখানা পরিচালনা করতেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি জাপানের নারায় একা থাকতেন।
তোমিকো কলা ও জাপানের জনপ্রিয় দুগ্ধজাত সফট ড্রিংক ‘ক্যালপিস’ পান করতে পছন্দ করতেন। তোমিকো ইতোওকার এক পুত্র, এক কন্যা এবং পাঁচ নাতি–নাতনি জীবিত রয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, জাপানে ১০০ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৯৫ হাজারের বেশি, যাদের মধ্যে ৮৮ শতাংশই নারী।
১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই দেশে প্রায় এক–তৃতীয়াংশ মানুষই ৬৫ বছর বা তার বেশি বয়সী। তোমিকো ইতোওকার মৃত্যুর পর ব্রাজিলের খ্রিষ্টান সন্ন্যাসিনী ইনাহ ক্যানাবারো লুকাসকে এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ধরা হচ্ছে।
বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত জাপানের তোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। জাপানের হিয়োগো প্রদেশের আশিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকো ইতোওকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।
তোমিকোর মৃত্যুতে আশিয়া শহরের মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘ইতোওকা তাঁর দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন।’
তোমিকো ইতোওকা প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে, ১৯০৮ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। সে বছরই যুক্তরাষ্ট্রে ফোর্ডের মডেল টি গাড়ি উন্মোচিত হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে তোমিকোকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।
তোমিকো ইতোওকা তাঁর এই দীর্ঘ জীবনে যুদ্ধ, মহামারি ও প্রযুক্তিগত বিপ্লবের সাক্ষী হয়েছেন। তরুণ বয়সে তিনি ভলিবল খেলতে পছন্দ করতেন। তিনি দু’বার ৩ হাজার ৬৭ মিটার উচ্চতার মাউন্ট অনতাকে আরোহণ করেছিলেন।
২০ বছর বয়সে তোমিকো বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বামীর টেক্সটাইল কারখানা পরিচালনা করতেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি জাপানের নারায় একা থাকতেন।
তোমিকো কলা ও জাপানের জনপ্রিয় দুগ্ধজাত সফট ড্রিংক ‘ক্যালপিস’ পান করতে পছন্দ করতেন। তোমিকো ইতোওকার এক পুত্র, এক কন্যা এবং পাঁচ নাতি–নাতনি জীবিত রয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, জাপানে ১০০ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৯৫ হাজারের বেশি, যাদের মধ্যে ৮৮ শতাংশই নারী।
১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই দেশে প্রায় এক–তৃতীয়াংশ মানুষই ৬৫ বছর বা তার বেশি বয়সী। তোমিকো ইতোওকার মৃত্যুর পর ব্রাজিলের খ্রিষ্টান সন্ন্যাসিনী ইনাহ ক্যানাবারো লুকাসকে এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ধরা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে