অনলাইন ডেস্ক
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত। এবার তাঁর একটি ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জাপানে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসন্ন—যা আগামী ৫ জুলাই জাপানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর হংকং থেকে জাপানে যাত্রা বাতিলের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং পর্যটন খাতে ধস নেমেছে।
১৯৯৯ সালের মাঙ্গা সিরিজ ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল দেখা দেবে এবং সেখান থেকে উৎপন্ন বিশাল ঢেউ তোহোকু ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি উঁচু হবে। এই সতর্কতা বহু মানুষের মনে ভয় সৃষ্টি করেছে।
এই ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে হংকং এয়ারলাইনস জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের শহর কাগোশিমা ও কুমামোতোতে ফ্লাইট স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যদ্বাণীর বিষয়টি প্রকাশ্যে আসার পর যাত্রীদের আগ্রহ মারাত্মকভাবে কমে গেছে।
এদিকে হংকং থেকে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স। এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং ছিল আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। হংকংয়ের এক ভ্রমণ সংস্থা জানিয়েছে, অনেকে পূর্ব নির্ধারিত যাত্রা বাতিল বা স্থগিত করছেন।
গ্রেটার বে এয়ারলাইনসের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেছেন, ‘আমরা আশা করেছিলাম ৮০ শতাংশ আসন ভরবে। কিন্তু বুকিং হয়েছে মাত্র ৪০ শতাংশ।’
মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাপানিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন এবং জাপান সফরে আসুন।’
রিও তাতসুকি এর আগেও বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির পূর্বাভাস।
তিনি দাবি করেছিলেন, ২০৩০ সালে কোভিডের চেয়েও ভয়াবহ একটি নতুন মহামারি আসবে।
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত। এবার তাঁর একটি ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জাপানে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসন্ন—যা আগামী ৫ জুলাই জাপানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর হংকং থেকে জাপানে যাত্রা বাতিলের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং পর্যটন খাতে ধস নেমেছে।
১৯৯৯ সালের মাঙ্গা সিরিজ ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল দেখা দেবে এবং সেখান থেকে উৎপন্ন বিশাল ঢেউ তোহোকু ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি উঁচু হবে। এই সতর্কতা বহু মানুষের মনে ভয় সৃষ্টি করেছে।
এই ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে হংকং এয়ারলাইনস জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের শহর কাগোশিমা ও কুমামোতোতে ফ্লাইট স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যদ্বাণীর বিষয়টি প্রকাশ্যে আসার পর যাত্রীদের আগ্রহ মারাত্মকভাবে কমে গেছে।
এদিকে হংকং থেকে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স। এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং ছিল আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। হংকংয়ের এক ভ্রমণ সংস্থা জানিয়েছে, অনেকে পূর্ব নির্ধারিত যাত্রা বাতিল বা স্থগিত করছেন।
গ্রেটার বে এয়ারলাইনসের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেছেন, ‘আমরা আশা করেছিলাম ৮০ শতাংশ আসন ভরবে। কিন্তু বুকিং হয়েছে মাত্র ৪০ শতাংশ।’
মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাপানিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন এবং জাপান সফরে আসুন।’
রিও তাতসুকি এর আগেও বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির পূর্বাভাস।
তিনি দাবি করেছিলেন, ২০৩০ সালে কোভিডের চেয়েও ভয়াবহ একটি নতুন মহামারি আসবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে