Ajker Patrika

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩২৬ বিক্ষোভকারী নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২০: ০৯
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩২৬ বিক্ষোভকারী নিহত

পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৩২৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান হিউম্যান রাইটস। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি। 

অসলো-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক বিবৃতিতে বলেছে, ‘চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু, ২৫ নারীসহ কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে।’

আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরী-মোগাদ্দাম যত দূত সম্ভর আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের তরুণী ‍মাহসা। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান তিনি। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এর জেরে মাহসার নিজ শহর সাকেজ থেকে বিক্ষোভ শুরু হয়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ এখনো চলমান। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত