তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের গণমাধ্যমে দুর্দশা চলছে। তালেবান সরকারের পক্ষ থেকে যা পাঠানো হয় তাই প্রকাশ করতে হচ্ছে আফগান গণমাধ্যমগুলো কর্তৃপক্ষকে। পাশাপাশি আফগানিস্তানের জাতীয় ব্যক্তিত্বদের বিরোধী কিছু প্রকাশ করলেও তালেবানের রোষানলে পড়তে হচ্ছে আফগান সংবাদমাধ্যমগুলোকে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান বার্তা সংস্থা টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, আশরাফ গনির সরকারের পতনের পর থেকে আফগানিস্তানের ১৫০টি গণমাধ্যম বন্ধ হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, তালেবান গণমাধ্যমের 'তথ্যের অধিকারে' ক্রমাগত অনুপ্রবেশ সৃষ্টি করে যা সংবাদকর্মীদের কাজকে বাধাগ্রস্ত করেছে।
এ ছাড়া আফগানিস্তানের বেশ কিছু বিখ্যাত সংবাদপত্র বাধ্য হয়ে তাদের ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণে চলছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আফগানিস্তানের অর্থনৈতিক দুর্দশার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে।
চলতি মাসের শুরুতে, তালেবানবিরোধী আন্দোলনের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের আটক করে নির্যাতন করে।
তালেবান ক্ষমতায় আসার পর মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ক্ষমতায় আসার পর সংবাদকর্মীদের হত্যা, নির্যাতন, অত্যাচার করে তারা সেই প্রতিশ্রুতি ভেঙেছে।
আফগানিস্তানের প্রাইভেট টিভি চ্যানেলের খবরের আধেয়তেও (কনটেন্ট) পরিবর্তন এসেছে। নিউজ বুলেটিন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে তালেবান সরকারের পছন্দমতো কনটেন্ট দেখানো হচ্ছে।
আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টেও (সিপিজে) তালেবানের হাতে আটক আফগান সাংবাদিকদের মুক্তি দাবি করেছে।
তালেবান ক্ষমতায় আসার আগেই গত মাসের প্রথম সপ্তাহে তৎকালীন আফগানিস্তান সরকারের তথ্য মিডিয়া কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালকে হত্যা করা হয়। দুই দিন পর আফগান রেডিও পাক্তিয়া ঘাগের সাংবাদিক তুফান ওমরকেও হত্যা করে তালেবান। কাবুল নিয়ন্ত্রণের পর তালেবান সাংবাদিকদের খুঁজে খুঁজে হত্যা করা শুরু করে। আফগানিস্তানে অনেক সাংবাদিকই তালেবানের হাতে নির্যাতিত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া পোস্ট।
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের গণমাধ্যমে দুর্দশা চলছে। তালেবান সরকারের পক্ষ থেকে যা পাঠানো হয় তাই প্রকাশ করতে হচ্ছে আফগান গণমাধ্যমগুলো কর্তৃপক্ষকে। পাশাপাশি আফগানিস্তানের জাতীয় ব্যক্তিত্বদের বিরোধী কিছু প্রকাশ করলেও তালেবানের রোষানলে পড়তে হচ্ছে আফগান সংবাদমাধ্যমগুলোকে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান বার্তা সংস্থা টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, আশরাফ গনির সরকারের পতনের পর থেকে আফগানিস্তানের ১৫০টি গণমাধ্যম বন্ধ হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, তালেবান গণমাধ্যমের 'তথ্যের অধিকারে' ক্রমাগত অনুপ্রবেশ সৃষ্টি করে যা সংবাদকর্মীদের কাজকে বাধাগ্রস্ত করেছে।
এ ছাড়া আফগানিস্তানের বেশ কিছু বিখ্যাত সংবাদপত্র বাধ্য হয়ে তাদের ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণে চলছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আফগানিস্তানের অর্থনৈতিক দুর্দশার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে।
চলতি মাসের শুরুতে, তালেবানবিরোধী আন্দোলনের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের আটক করে নির্যাতন করে।
তালেবান ক্ষমতায় আসার পর মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ক্ষমতায় আসার পর সংবাদকর্মীদের হত্যা, নির্যাতন, অত্যাচার করে তারা সেই প্রতিশ্রুতি ভেঙেছে।
আফগানিস্তানের প্রাইভেট টিভি চ্যানেলের খবরের আধেয়তেও (কনটেন্ট) পরিবর্তন এসেছে। নিউজ বুলেটিন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে তালেবান সরকারের পছন্দমতো কনটেন্ট দেখানো হচ্ছে।
আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টেও (সিপিজে) তালেবানের হাতে আটক আফগান সাংবাদিকদের মুক্তি দাবি করেছে।
তালেবান ক্ষমতায় আসার আগেই গত মাসের প্রথম সপ্তাহে তৎকালীন আফগানিস্তান সরকারের তথ্য মিডিয়া কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালকে হত্যা করা হয়। দুই দিন পর আফগান রেডিও পাক্তিয়া ঘাগের সাংবাদিক তুফান ওমরকেও হত্যা করে তালেবান। কাবুল নিয়ন্ত্রণের পর তালেবান সাংবাদিকদের খুঁজে খুঁজে হত্যা করা শুরু করে। আফগানিস্তানে অনেক সাংবাদিকই তালেবানের হাতে নির্যাতিত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া পোস্ট।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫