মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তাঁর দেশকে বিপুল আর্থিক সহায়তার জন্য ভারতকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। গত সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তাঁর মন্তব্যকে মুইজ্জু সরকারের তীব্র ভারতবিরোধিতার নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দিল্লির হায়দরাবাদ হাউসে এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ, কানেকটিভিটি, সাংস্কৃতিক সংযোগসহ আরও বহু খাতে সহযোগিতা এগিয়ে নিতে তাঁদের দুজনের মধ্যে বিশদ আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ বছর বা হীরকজয়ন্তী উদ্যাপনে আগামী বছর মালদ্বীপ সফরের জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুইজ্জু। মোদিও তা গ্রহণ করেছেন। মোদির সঙ্গে বৈঠক শেষে মুইজ্জু বলেন, ‘আমাদের দুই দেশ তথা গোটা অঞ্চলে শান্তি ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারে মালদ্বীপ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকবে।’
গত বছর মালদ্বীপে নির্বাচনী প্রচারের সময় তীব্র ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন চালিয়ে যারা ক্ষমতায় এসেছিল, সেই মুইজ্জু সরকারের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ‘বাঁকবদলের পদক্ষেপ’ হিসেবে মনে করছেন পর্যবেক্ষকেরা।
প্রেসিডেন্ট মুইজ্জুকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘ভারত সরকার যে আমাদের ৩৬ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে এবং দ্বিপক্ষীয় পর্যায়ে ৪০ কোটি ডলারের কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়ের সমঝোতা করার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ভারতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে গত রোববার বিবিসিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারেও মুইজ্জু বলেছিলেন, তাঁর দেশের আর্থিক পরিস্থিতির ব্যাপারে ভারত অবহিত এবং সেই সংকট থেকে উত্তরণের চেষ্টায় দিল্লি নিশ্চিতভাবেই তাঁদের সহায়তা করবে। সোমবার ভারতে আনুষ্ঠানিকভাবে তাঁর সফর এবং মোদির সঙ্গে বৈঠকের পর দেখা গেল, সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়েছে। প্রবল আর্থিক সংকটের মুখে পড়া মালদ্বীপের প্রতি নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দিল্লি।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তাঁর দেশকে বিপুল আর্থিক সহায়তার জন্য ভারতকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। গত সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তাঁর মন্তব্যকে মুইজ্জু সরকারের তীব্র ভারতবিরোধিতার নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দিল্লির হায়দরাবাদ হাউসে এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ, কানেকটিভিটি, সাংস্কৃতিক সংযোগসহ আরও বহু খাতে সহযোগিতা এগিয়ে নিতে তাঁদের দুজনের মধ্যে বিশদ আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ বছর বা হীরকজয়ন্তী উদ্যাপনে আগামী বছর মালদ্বীপ সফরের জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুইজ্জু। মোদিও তা গ্রহণ করেছেন। মোদির সঙ্গে বৈঠক শেষে মুইজ্জু বলেন, ‘আমাদের দুই দেশ তথা গোটা অঞ্চলে শান্তি ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারে মালদ্বীপ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকবে।’
গত বছর মালদ্বীপে নির্বাচনী প্রচারের সময় তীব্র ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন চালিয়ে যারা ক্ষমতায় এসেছিল, সেই মুইজ্জু সরকারের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ‘বাঁকবদলের পদক্ষেপ’ হিসেবে মনে করছেন পর্যবেক্ষকেরা।
প্রেসিডেন্ট মুইজ্জুকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘ভারত সরকার যে আমাদের ৩৬ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে এবং দ্বিপক্ষীয় পর্যায়ে ৪০ কোটি ডলারের কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়ের সমঝোতা করার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ভারতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে গত রোববার বিবিসিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারেও মুইজ্জু বলেছিলেন, তাঁর দেশের আর্থিক পরিস্থিতির ব্যাপারে ভারত অবহিত এবং সেই সংকট থেকে উত্তরণের চেষ্টায় দিল্লি নিশ্চিতভাবেই তাঁদের সহায়তা করবে। সোমবার ভারতে আনুষ্ঠানিকভাবে তাঁর সফর এবং মোদির সঙ্গে বৈঠকের পর দেখা গেল, সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়েছে। প্রবল আর্থিক সংকটের মুখে পড়া মালদ্বীপের প্রতি নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দিল্লি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে