আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ।
রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি।
আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা।
এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে।
আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ।
রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি।
আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা।
এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫