নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে ছয় ভারতীয়সহ অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারে ত্রিশূলি নদী এলাকায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোরে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল; ভূমিধসের সেগুলো রাস্তা থেকে ছিটকে উত্তাল নদীতে পড়ে যায়।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু থেকে গরগামী বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে ছিল আরও ২৪ জন। ত্রিশূলি নদীতে উভয় বাস নিখোঁজ হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমের কাসকি জেলায় পৃথক ভূমিধসে তিনটি বাড়ি তছনছ হয়ে গেছে। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ত্রিশূলি নদীতে বাসডুবির ঘটনায় সেনাবাহিনী, পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউ বেঁচে নেই। চিতওয়ানের জেলা প্রশাসক ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে। তবে টানা বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, ‘নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের পর বাস ভেসে গিয়ে প্রায় ৬০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত। বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যাত্রীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছি।’
এদিকে এ দুর্ঘটনার পর প্রতিকূল আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।
নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে ছয় ভারতীয়সহ অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারে ত্রিশূলি নদী এলাকায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোরে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল; ভূমিধসের সেগুলো রাস্তা থেকে ছিটকে উত্তাল নদীতে পড়ে যায়।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু থেকে গরগামী বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে ছিল আরও ২৪ জন। ত্রিশূলি নদীতে উভয় বাস নিখোঁজ হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমের কাসকি জেলায় পৃথক ভূমিধসে তিনটি বাড়ি তছনছ হয়ে গেছে। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ত্রিশূলি নদীতে বাসডুবির ঘটনায় সেনাবাহিনী, পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউ বেঁচে নেই। চিতওয়ানের জেলা প্রশাসক ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে। তবে টানা বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, ‘নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের পর বাস ভেসে গিয়ে প্রায় ৬০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত। বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যাত্রীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছি।’
এদিকে এ দুর্ঘটনার পর প্রতিকূল আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে