মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে। বাংলাদেশসহ ৯টি দেশ এ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আইএমইএক্স ২০২৪’। এ মহড়ার উদ্দেশ্য হলো আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা, বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, নৌ মহড়ায় ইরান, রাশিয়া ও ওমানের নৌ বাহিনী ‘ফটো এক্স’ মহড়া পরিচালনা করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী। তিনি বলেছেন, এ মহড়ার উদ্দেশ্যে একসঙ্গে নিরাপদে থাকা ও ভারত মহাসাগর শত্রুমুক্ত রাখা।
মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।
যখন ইসরায়েল গাজায় ইরান–সমর্থিত হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। তখন এই মহড়ার মাধ্যমে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।
গাজা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এ মহড়া চালানো হলো। এ মহড়ার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।
এর আগে গত মার্চে ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করেছিল।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে। বাংলাদেশসহ ৯টি দেশ এ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আইএমইএক্স ২০২৪’। এ মহড়ার উদ্দেশ্য হলো আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা, বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, নৌ মহড়ায় ইরান, রাশিয়া ও ওমানের নৌ বাহিনী ‘ফটো এক্স’ মহড়া পরিচালনা করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী। তিনি বলেছেন, এ মহড়ার উদ্দেশ্যে একসঙ্গে নিরাপদে থাকা ও ভারত মহাসাগর শত্রুমুক্ত রাখা।
মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।
যখন ইসরায়েল গাজায় ইরান–সমর্থিত হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। তখন এই মহড়ার মাধ্যমে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।
গাজা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এ মহড়া চালানো হলো। এ মহড়ার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।
এর আগে গত মার্চে ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করেছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে