ঢাকা: আগামীকাল শনিবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী এ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হচ্ছে।
এ বিষয়ে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব কারি জিন পিয়েরে। তিনি বলেন, ‘সৈন্য প্রত্যাহারের প্রথম ধাপ আগামীকাল (আজ) থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর নাগাদ সব মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে।’ একশ জনের কম মার্কিন সৈন্যসহ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে প্রথম দফা প্রত্যাহার শুরু হচ্ছে বলেও উল্লেখ করা হয় সিএনএনের এক প্রতিবেদনে।
এদিকে ন্যাটো কর্তৃপক্ষও কাল থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে। তবে কয় ধাপে, কবে নাগাদ সব সৈন্য প্রত্যাহার করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সামরিক জোটটি। ন্যাটোর অধীনে আফগানিস্তানে ৩৬ দেশের প্রায় ১০ হাজার সৈন্য রয়েছে। আর মার্কিন সৈন্য রয়েছে প্রায় আড়াই হাজার।
সৈন্য প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল ও কঠিন প্রক্রিয়া। এর অনেক ঝুঁকি রয়েছে। তবে অত্যন্ত সুশৃঙ্খল, সমন্বিত এবং ধীর-স্থিরভাবে আমরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছি।’
চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা আফগান যুদ্ধ শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।’ অবশ্য একই বক্তৃতায় তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের উদ্দেশ্য ক্রমশ অস্পষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় পরবর্তী প্রজন্মের ঘাড়েও আমরা এ যুদ্ধ চাপাতে পারি না।’
অন্যদিকে বাইডেনের এ ঘোষণার পর এ যুদ্ধে নিজেরাই জয়ী হয়েছে বলে ঘোষণা দেয় তালেবান। তা ছাড়া মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বাড়ানোর কথা জানায় সংগঠনটির এক মুখপাত্র।
এদিকে আগামী রোববার ওসামা বিন লাদেনের ১০ম মৃত্যুবার্ষিকী। মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহার এবং লাদেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফগানিস্তানে নতুন করে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে আল কায়েদা। বিন লাদেন প্রতিষ্ঠিত এ সংগঠনটি মার্কিন ও ন্যাটোর সম্মিলিত হামলায় কোণঠাসা থাকলেও চোরাগোপ্তা হামলা অব্যাহত রেখেছে।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আল কায়েদা নেতা বলেন, ‘সব ফ্রন্টে মার্কিনবিরোধী যুদ্ধ শুরু করবে আল কায়েদা। ইসলামি বিশ্ব থেকে শেষ মার্কিন সৈন্য অপসারিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
ঢাকা: আগামীকাল শনিবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী এ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হচ্ছে।
এ বিষয়ে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব কারি জিন পিয়েরে। তিনি বলেন, ‘সৈন্য প্রত্যাহারের প্রথম ধাপ আগামীকাল (আজ) থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর নাগাদ সব মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে।’ একশ জনের কম মার্কিন সৈন্যসহ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে প্রথম দফা প্রত্যাহার শুরু হচ্ছে বলেও উল্লেখ করা হয় সিএনএনের এক প্রতিবেদনে।
এদিকে ন্যাটো কর্তৃপক্ষও কাল থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে। তবে কয় ধাপে, কবে নাগাদ সব সৈন্য প্রত্যাহার করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সামরিক জোটটি। ন্যাটোর অধীনে আফগানিস্তানে ৩৬ দেশের প্রায় ১০ হাজার সৈন্য রয়েছে। আর মার্কিন সৈন্য রয়েছে প্রায় আড়াই হাজার।
সৈন্য প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল ও কঠিন প্রক্রিয়া। এর অনেক ঝুঁকি রয়েছে। তবে অত্যন্ত সুশৃঙ্খল, সমন্বিত এবং ধীর-স্থিরভাবে আমরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছি।’
চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা আফগান যুদ্ধ শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।’ অবশ্য একই বক্তৃতায় তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের উদ্দেশ্য ক্রমশ অস্পষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় পরবর্তী প্রজন্মের ঘাড়েও আমরা এ যুদ্ধ চাপাতে পারি না।’
অন্যদিকে বাইডেনের এ ঘোষণার পর এ যুদ্ধে নিজেরাই জয়ী হয়েছে বলে ঘোষণা দেয় তালেবান। তা ছাড়া মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বাড়ানোর কথা জানায় সংগঠনটির এক মুখপাত্র।
এদিকে আগামী রোববার ওসামা বিন লাদেনের ১০ম মৃত্যুবার্ষিকী। মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহার এবং লাদেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফগানিস্তানে নতুন করে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে আল কায়েদা। বিন লাদেন প্রতিষ্ঠিত এ সংগঠনটি মার্কিন ও ন্যাটোর সম্মিলিত হামলায় কোণঠাসা থাকলেও চোরাগোপ্তা হামলা অব্যাহত রেখেছে।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আল কায়েদা নেতা বলেন, ‘সব ফ্রন্টে মার্কিনবিরোধী যুদ্ধ শুরু করবে আল কায়েদা। ইসলামি বিশ্ব থেকে শেষ মার্কিন সৈন্য অপসারিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫