কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণে বাইরে ছিল।
পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।
গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়।
তবে তালেবানের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা থাকার সময় এই পানশির দখলে নিতে পারেনি তালেবান।
এদিকে তালেবানবিরোধী গ্রুপের নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তার বাহিনী এখনো আত্মসমর্পণ করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক টুইটারে পানশিরের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। আমরা তালেবান হামলার মধ্যে রয়েছি।
আফগানিস্তানের দুর্গম অঞ্চল পানশির বরাবরই তাদের প্রতিরোধের জন্য খ্যাত। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০ এর দশকে তালেবানের বিরুদ্ধে এই অঞ্চল শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পানশির উপত্যকার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমাদ মাসুদ। তিনি ব্রিটেনের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তানের কিংবদন্তি প্রতিরোধ কমান্ডার প্রয়াত আহমাদ শাহ মাসুদের ছেলে।
কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণে বাইরে ছিল।
পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।
গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়।
তবে তালেবানের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা থাকার সময় এই পানশির দখলে নিতে পারেনি তালেবান।
এদিকে তালেবানবিরোধী গ্রুপের নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তার বাহিনী এখনো আত্মসমর্পণ করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক টুইটারে পানশিরের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। আমরা তালেবান হামলার মধ্যে রয়েছি।
আফগানিস্তানের দুর্গম অঞ্চল পানশির বরাবরই তাদের প্রতিরোধের জন্য খ্যাত। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০ এর দশকে তালেবানের বিরুদ্ধে এই অঞ্চল শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পানশির উপত্যকার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমাদ মাসুদ। তিনি ব্রিটেনের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তানের কিংবদন্তি প্রতিরোধ কমান্ডার প্রয়াত আহমাদ শাহ মাসুদের ছেলে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫