Ajker Patrika

পরাজয় মেনে নিলেন দুল্লাস আলাহাপ্পেরুমা

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৬: ০৮
পরাজয় মেনে নিলেন দুল্লাস আলাহাপ্পেরুমা

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে তিনি জয়লাভ করেন। রনিল বিক্রমাসিংহের প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পরাজয় মেনে নিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জনতার দুর্ভোগের কথা শুনবেন বলে আশা প্রকাশ করেন দুল্লাস আলাহাপ্পেরুমা। 

দুল্লাস আলাহাপ্পেরুমা বলেন, ‘আমি সংসদ সদস্যদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি আশা করছি অন্তত এখন আপনারা জনগণের দুর্ভোগের কথা শোনার মানসিকতা গড়ে তুলবেন।’ 

উল্লেখ্য, নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত