ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই ট্রেনে আনুমানিক ৩৫০ জন যাত্রী ছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি বগি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে যোগাযোগব্যবস্থা খুবই দুর্বল। ফলে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রথমে একটি এক্সকাভেটরের (খননকারী যন্ত্র) সঙ্গে ধাক্কা খায় এবং এরপরই লাইনচ্যুত হয়।
এর আগে ২০০৪ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছিল। ২০১৬ সালে অন্য আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল কয়েক ডজন মানুষ।
ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই ট্রেনে আনুমানিক ৩৫০ জন যাত্রী ছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি বগি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে যোগাযোগব্যবস্থা খুবই দুর্বল। ফলে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রথমে একটি এক্সকাভেটরের (খননকারী যন্ত্র) সঙ্গে ধাক্কা খায় এবং এরপরই লাইনচ্যুত হয়।
এর আগে ২০০৪ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছিল। ২০১৬ সালে অন্য আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল কয়েক ডজন মানুষ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫